বিএনপি'র ডাকা দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল কানাইঘাটে ঢিলেঢালা ভাবে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতাকমর্ীকে পৌর শহরের গুরুত্বপূর্ণ কোন পয়েন্ট বা সড়কগুলোতে পিকেটিং করতে দেখা যায়নি। সকালে হরতাল আতংকে যানবাহন ও সর্বসাধারন চলাচল অনেকটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিদিনের মতো অফিস, পাড়া, ব্যাংক-বীমাসহ পৌরশহরের সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। বারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও অটোরিঙ্া ও অটোট্যাম্পু চলাচল স্বাভাবিক ছিল। হরতালের সমর্থনে উপজেলা বিএনপি'র পৃথক দুটি গ্রুপ দায়সারভাবে কানাইঘাট বাজারের সংপ্তি মিছিল করে। সকাল ১১টার দিকে ইলিয়াস আলী সমর্থিত থানা বিএনপি'র সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ ও পেরৈ বিএনপি'র সভাপতি ইফজালুর নেতৃত্বে ১৫/১৬ জন নেতাকমর্ী মিছিল করে ত্রিমোহনী পয়েন্টে পথসভা করে অপরদিকে সাইফুর পন্থী থানা বিএনপি'র সাধারন সম্পাদক হাজী এম.এ.মতিন, সাংগঠনিক সম্পাদক কানাইঘাট পৌরসভার কাউন্সিলার শরিফুল হক, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, ছাত্র দলের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বেলা ১২টার দিকে প্রায় অর্ধশতাধিক নেতাকমর্ী হরতালের সমর্থনে পৌরশহরে একটি বিােভ মিছিল বের করে। মিছিল শেষে কানাইঘাট দণি বাজারে হরতারের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। হরতালে নাশকতা এড়াতে সকাল থেকে পৌরশহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে হরতাল কারীদের সাথে কোথাও পুলিশের কোন ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
কানাইঘাটে বিএনপি'র হরতাল পালিত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়