মাহবুবুর রশিদ:
কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভা-ছড়া চা বাগানে মাটি খুঁড়তে গিয়ে একটি পুরনো স্থাপনার সন্ধান নিয়ে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।জানা যায়, গত মঙ্গলবার লোভা-ছড়া চা বাগান কতৃপ নতুন চায়ের চারা রোপনের জন্য রানী টিলা খুঁড়তে গিয়ে,এ স্থাপনার সন্ধান মেলে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা স্থাপনাটি এক নজর দেখার জন্য রানীটিলায় ভীড় করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়,মাটির নীচ থেকে বের হওয়া ইট পাথর দিয়ে তৈরী স্থাপনাটি দেখতে অবিকল মাজার আকৃতির। স্থাপনাটিতে একটি মাটির পাতিল ও পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন লোকের ধারনা এটি কোন পীরের মাজার। তবে স্থানীয় প্রশাসন এখনো নিশ্চিত হতে পারেনি এটি মাজার না অন্য কিছু। স্থাপনাটিকে পীরের মাজার বলে প্রচারনা করে কিছু প্রতারক চক্র ব্যবসায় নেমে পড়ে,তারা মাজারের চারপাশে বাশের ভেড়া দিয়ে টাকা সংগ্রহের জন্য একটি দান বক্্র ও বসিয়ে দিয়েছে। মাজারটি সংগ্রহের জন্য কমিটি ও গঠিত হয়েছে। নির্বাচিত করা হয়েছে মাজারের খাদেম। কিন্তু বিষয়টি প্রশাসনের নজরে পড়লে প্রতারক চক্রের এ স্বপ্ন ভেস্তে যায় । সীমান্তে মাজার ও উৎসুক জনতার ভীড়ের খবর পেয়ে গত শুক্রবার ২১ রাইফেল ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খায়রুল কাদিরের নেতৃত্বে বিডিআরের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করে মাজারের ফটক ও বাশের ভেড়া ভেঙ্গে দেয়।এ ব্যাপারে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ এলাকা(রানী টিলা) পূর্বে খ্রিষ্টান ধর্মের অধীনে ছিল,খিষ্টানরা ও মুসলমানদের মতো কবর দেয়,তবে এটা পরীক্ষা করে জানতে হবে এটা কি ? আমি ঘটনাস্থল পরিদর্শন করে উর্দ্ধত্তন কতৃপকে অবগত করব।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়