Sunday, July 25

কানাইঘাটে ২০ দিন ধরে মা-ছেলে নিখোঁজ

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার ফতেহগঞ্জ গ্রামের আব্দুশ শুকুরের স্ত্রী ও ৭ বছরের ছেলে ২০ দিন দরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আব্দুশ শকুর(৯০) বাদী হয়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার নং ৭৮৮( তাং২০/০৭/২০১০ ইং)। তিনি ডায়রীতে উল্লেখ করেন ,গত ৫ জুলাই সকালে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তার স্ত্রী পিতার বাড়ীর উদ্দেশ্যে ছেলেকে নিয়ে চলে যায়। আমি স্ত্রীর পিতার বাড়িতে খোঁজ-খবর নিয়ে তাদের না পেয়ে কানাইঘাট থানায় একটি ডায়রী করি। নিখোঁজরা হলেন আব্দুশ শকুরের স্ত্রী আচিয়া বেগম(৪০),ছেলে রওশন আলী(৭)। কোন ব্যাক্তি তাদের খোজ পেলে কানাইঘাট থানায় অথবা ০১৭১২-০৫১৩৫৫ নম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়