Monday, July 19

কানাইঘাট গাছবাড়ী এলাকার লাক্ষাধিক মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

দেলওয়ার হোসেন সেলিম:
কানাইঘাট উপজেলার প্রত্যন্ত জনবহুল এলাকা গাছবাড়ীর লাধিক মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত । স্বাধীনতার ৩৯ বছরে ও এখানে কোন সরকারী হাসপাতাল গড়ে না উঠায় স্থানীয় জনসাধারণকে ভুয়া চিকিৎসক,কবিরাজ,তন্ত্রিক ঝাড়ফুকের ওপরই বাধ্য হয়ে নির্ভর করতে হচ্ছে ।সিলেট জেলা সদর থেকে ৪৫ কিঃমি ও কানাইঘাট উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরবর্তী গাছবাড়ী বাজারটি ঝিংগাবাড়ী,দণি বাণীগ্রাম ও রাজাগঞ্জ এই তিন ইউনিয়নের যাতায়াত,ব্যবসা-বাণিজ্যও শিক্ষা-দীক্ষার কেন্দ্র স্থল হিসেবে পরিচিত । অথচ এখানে সরকারী আধুনিক কোন চিকিৎসা সেবা কেন্দ্র না থাকায় লাধিক মানুষের ভরসাস্থল হচ্ছে পার্শ্ববর্র্তী ঝিংগাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র । এলাকাবাসী ২০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কে ৩১ শয্যার হাসপাতালে উন্নিত করার দাবী জানিয়ে এলে ও দীর্ঘদিন থেকে তা উপেতি রয়েছে । জানা যায়,ঝিংগাবাড়ী পরিবার কল্যাণ ন্দ্রেটি ১৯৮৬ স্থাপিত হয় । সূচনালগ্ন থেকেই এ কেন্দ্রে কেবল একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা,একজন ফার্মাসিষ্ট,একজন এমএলএসএস,নিরাপত্তা প্রহরী ও একজন আয়া রয়েছে । এদের মধ্যে গত ৬ বছর ধরে ফার্মাসিষ্ট পদটি শূন্য রয়েছে । এখানে দীর্ঘদিন ধরে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার তোফাজ্জল হোসেন জানান,প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সহ গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা ও পরামর্শ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শিশু পরিচর্যা সেবা দেয়া হয়ে থাকে । মাত্র দুই শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কেন্দ্রটিতে সরকারী বরাদ্ধকৃত ওষুধ স্বল্পতা,এমবিবিএস ডাক্তার ও সীমানা প্রাচীর না থাকায় সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে । একজন এমবিবিএস ডাক্তার নিয়োগের পরিকল্পনা থাকলেও কার্যকর হচ্ছেনা এখনো । স্বাস্থ্যসেবা বঞ্চিত এ এলাকায় বেসরকারী পযার্য়ে কোন কিনিকও নেই । শুধু গাছবাড়ী বাজারে সিলেট মহানগরের কয়েজন বিশেষজ্ঞ ডাক্তার প্রাইভেট প্র্যাকটিসের জন্য সপ্তাহে দুই-এক দিন এসে রোগী দেখে থাকেন । চিকিৎসা সংকটের কারণে সুযোগ নিচ্ছে এক শ্রেণীর ভুয়া চিকিৎসক,কবিরাজ সহ তন্ত্রিক চক্র গ্রামাঞ্চলের সহজ-সরল লোকদের আকৃষ্ট করে ঝাড়ফুক,তাবিজ-কবজ সহ তন্ত্র-মন্ত্রের চিকিৎসা করে সুকৌশলে কামিয়ে নিচ্ছে হাজার-হাজার টাকা । এদের অপচিকিৎসায় রোগীদের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে আসছে । তাই শ্রীঘ্রই ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালকে ৩১ শয্যায় রূপান্তরিত করার জন্য এলাকাবাসী বর্তমান সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়