Sunday, July 25

কানাইঘাটে পোনা মাছ নিধনকারী জাল আটক

ষ্টাফ রিপোর্ট:
সম্প্রত্তি সিলেটের কানাইঘাট উপজেলার মৎস্য কর্মকর্তা ও কানাইঘাট থানার এ.এস.আই ইসমাঈলের নেতৃত্বে একদল পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জনের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলার মরা আন্দু গাং ও পাশ্ববর্তী হাওর এলাকা থেকে ৩টি কোণা বেড় জাল মশারী সিনকেটিক কাপড়ের তৈরী পানি থেকে ভেজা অবস্থায় আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসেন। তার সাথে কারেন্ট জাল ১৫টি ৩০০ মিটার দৈর্ঘ্যরে জাল আটক করা হয়। আটককৃত জালের মূল্য প্রায় ৩ ল টাকা হবে বলে মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়