Previous
Next

সর্বশেষ


Saturday, December 13

জকিগঞ্জ  প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

জকিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা


কানাইঘাট নিউজ ডেস্ক:

কিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে শনিবার দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মূলধারার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বেলা ২টায় প্রথম অধিবেশনে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এখলাছুর রহমান (দৈনিক আমার দেশ ও জালালাবাদ), সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন শ্রীকান্ত পাল (দৈনিক সমকাল ও যুগভেরী), সহসভাপতি নির্বাচিত হন রিপন আহমদ (দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনামুল হক মুন্না (দৈনিক কালবেলা ও দৈনিক একাত্তরের কথা), যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর (দৈনিক সিলেটের মানচিত্র), সহ সাধারণ সম্পাদক সীমান্ত তরফদার মাসুদ (দৈনিক সংগ্রাম), অর্থ সম্পাদক কেএম মামুন (দৈনিক যায়যায়দিন ও কাজিরবাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস আলী (দৈনিক সুরমা মেইল), দপ্তর ও পাঠাগার সম্পাদক ওমর ফারুক (দৈনিক সিলেট মিরর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম খান (জকিগঞ্জ আইটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ফয়ছল (সিলেট এক্সপ্রেস), নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের চৌধুরী (দৈনিক জনকণ্ঠ ও দৈনিক শ্যামল), রহমত আলী হেলালী (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জাগ্রত সিলেট), আল হাছিব তাপাদার (দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেটের ডাক), কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এমএ মালেক চৌধুরী (কলামিস্ট), এমএ খালিক তাপাদার (আমেরিকা প্রবাসী সাংবাদিক), অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন (দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক সবুজ সিলেট), অপূর্ব পাল ( দৈনিক উত্তরপূর্ব) এবং আহমদুল হক চৌধুরী বেলাল (সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ)।

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলামিস্ট এমএ মালেক চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এ সময় সিলেট ভিউ২৪ডটকমের প্রতিনিধি মোহাম্মদ কয়েছ আহমদ, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি এম এ ওয়াহিদ চৌধুরী, দৈনিক আধুনিক কাগজ প্রতিনিধি জাহাঙ্গীর সাহেদকে সর্বসম্মতিক্রমে জকিগঞ্জ প্রেসক্লাবের নবাগত হিসেবে সদস্যপদ প্রদান করা হয়। সভাপতি মনোনীত হয়ে এখলাছুর রহমান তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘জকিগঞ্জ প্রেসক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নৈতিকতার প্রশ্নে কোনো আপস করা হবে না। সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না বলেন, ‘সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জকিগঞ্জ প্রেসক্লাবকে একটি আধুনিক ও সময়োপযোগী সংগঠনে রূপ দিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমে সফলতা কামনা করেন।
হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাষ্ট

হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাষ্ট


কানাইঘাট নিউজ ডেস্ক: 

নকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাস্ট। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে যেকোনো দেশে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ওসমান হাদির উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের জন্য কাজ চলছে। প্রয়োজন হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ারও পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মতামত ও অনুমোদন প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। পরিবার জানিয়েছে, পরিস্থিতি বিমানে নেওয়ার মতো হলে তারা বিষয়টি দেখবেন।’

ফাহিম আল চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় সব অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাস্ট শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেবে।’

তিনি শেষে সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে দেন এবং তাকে দ্রুত আরোগ্য দান করেন।’

Thursday, December 11

কানাইঘাটে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা

কানাইঘাটে সার ডিলারদের সাথে মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিসিআইসি/বিএডিসি সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়।

সভায় উপস্থিত ছিলেন ডিলার নিয়োগ কমিটির সদস্য ও দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সার ডিলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় সরকারের নতুন পরিপত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আরও দুইজন করে নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।

কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায় জানান, নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া জেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি সার ডিলারদের সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী সার বিক্রি করার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে কৃষি কর্মকর্তা আশ্বস্ত করেন যে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিবেচনায় নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারের নতুন নির্দেশনা বাস্তবায়ন হলে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তিনটি নির্দিষ্ট স্থানে কৃষকরা সহজেই ন্যায্যমূল্যে সার কেনার সুযোগ পাবেন।


কানাইঘাট আইনজীবি ফোরামের কাউন্সিল সম্পন্ন

কানাইঘাট আইনজীবি ফোরামের কাউন্সিল সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট আইনজীবী ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা গত বুধবার (১০ ডিসেম্বর) সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সিলেট বারের কর্মরত কানাইঘাটের আইনজীবিদের প্রাণবন্ত উপস্থিতিতে ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট এখলাছুর রহমানকে সভাপতি, এডভোকেট আব্দুস ছাত্তারকে সাধারণ সম্পাদক, এডভোকেট মাহবুব হুসাইনকে অর্থ সম্পাদক এবং এডভোকেট এম.এ. হাফিজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নতুন নেতৃত্ব পরে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।

কাউন্সিলে বক্তারা সিলেট বারে কর্মরত কানাইঘাটের আইনজীবীদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মানুষের কল্যাণে আইনসেবা বিস্তার এবং কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।





Wednesday, December 10

‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ২০২৫’ পেলেন কানাইঘাটের জসীম

‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ২০২৫’ পেলেন কানাইঘাটের জসীম


কানাইঘাট নিউজ ডেস্ক :

ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি সানের রিপোর্টার এহসানুল হক জসীম ‘মিডিয়া অ্যাওয়ার্ড অন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ২০২৫’ পেয়েছেন। 

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার এনআইএমসি অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ধীন জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউট (নিমকো) এবং ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিচার ও সংস্কার নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই বছর দুটি ক্যাটাগরিতে (প্রিন্ট এবং অনলাইন, এবং টেলিভিশন এবং রেডিও) পাঁচ জন করে মোট ১০ জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করা হয়। অন্যান্য বিজয়ী হলেন-- বাহারাম খান (ডেইলি স্টার), গোলাম রব্বানী (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), মোহাম্মদ দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক), আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মোঃ ইকবাল হোসেন (বিটিভি), শাকেরা আরজু (একুশে টিভি), মোঃ হাবিবুল্লাহ (স্টার নিউজ) আসাদুর রহমান (রেডিও পদ্মা) এবং সৈয়দা সাবরিনা মজুমদার (দেশ টিভি)।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ত্রো নেইডারস্টাম, হাইকোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ইউএনডিপির মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। নিমকোর পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) রহিমা আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, গত মাসে এহসানুল হক জসীম ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেন।


সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ব্রাক্ষ্মণগ্রামে এহসানুল জসীমের জন্ম। তার পিতা শফিকুল হক এবং মাতা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। জসীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রী অর্জনের পর বর্তমানে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

পেশায় সাংবাদিক এহসানুল হক জসীমের ‘বাংলাদেশের ইসলামী রাজনীতির ব্যবচ্ছেদ’ ও বরাক পারের বয়ান’ নামে দুটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। 

২০২২ সালে তথ্য মন্ত্রণালয়ের অধীনে গবেষণা পরিচালনা করেন তিনি। ২০২৩ সালে একটি আন্তর্জাতিক সংস্থার মিডিয়া ফেলোশিপ লাভ করেন এবং একই বছর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত ‘তামাক নিয়ন্ত্রণ জাতীয় সম্মাননা-২০২৩’ অর্জন করেন। দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ এবং প্রবন্ধ উপস্থাপনেও রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা।





কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি আমিনুল ইসলামের মতবিনিময়

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি আমিনুল ইসলামের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কানাইঘাট থানায় যোগদানের পর বুধবার বিকাল ৩টায় তাঁর কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দকে নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে নবাগত ওসি আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা থেকে বদলির মাধ্যমে তিনি কানাইঘাট থানায় যোগদান করেছেন। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সাথে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় উল্লেখ করে তিনি বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। একটি থানার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট থানার আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন, চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কোনোরূপ হয়রানি ছাড়াই ভুক্তভোগীদের তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদানের অঙ্গীকারও করেন নতুন ওসি।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিট পুলিশিং জোরদার করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও হাট–বাজারে পুলিশের পক্ষ থেকে নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজন করা হবে। তিনি পুলিশের সেবামূলক কার্যক্রমে কানাইঘাট প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। তারা গাছবাড়ি এলাকাসহ প্রস্তাবিত স্থানে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন, হাওড় এলাকায় যাত্রাগান বন্ধ, সব ধরনের জুয়া নিয়ন্ত্রণ, মদ-গাঁজা-ইয়াবা ব্যবসায়ী এবং চিহ্নিত চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নাগরিক হয়রানি ছাড়াই পুলিশি সেবা নিশ্চিত করার আহবান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, সদস্য মাওলানা আসআদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান লাভলু ও ওহিদুল ইসলাম।




জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে তাওফীক এলাহী তাকরীম

জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে তাওফীক এলাহী তাকরীম


কানাইঘাট নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক ও সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। নবঘোষিত কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB)-এর শিক্ষার্থী তাওফীক এলাহী তাকরীম।

গত ৩ ডিসেম্বর গঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে দেশকে ১০টি বিভাগে ভাগ করে সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তাওফীক এলাহী তাকরীমকে। তিনি এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব প্রাপ্তির অনুভূতি জানিয়ে তাওফীক এলাহী তাকরীম বলেন,“২৪-এর অভ্যূত্থানের পর নতুন দেশ ও নতুন ছাত্ররাজনীতির প্রত্যাশায় আমি এই দায়িত্ব গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, গ্রুপিং-বিহীন, শিক্ষার্থী-বান্ধব রাজনীতি গড়ে তোলার লক্ষ্যেই তিনি সিলেট বিভাগে কাজ করবেন এবং দেশের নতুন পথচলায় জাতীয় ছাত্ররাজনীতিতে কার্যকর অবদান রাখতে চান।

বর্তমানে তিনি AIUB-এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। ২৪-এর অভ্যূত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তাওফীক এলাহী তাকরীমের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামে।

Tuesday, December 9

সিলেট টাইটান্সের উপদেষ্টা  ফাহিম আল চৌধুরী

সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী


নিজস্ব প্রতিবেদক:

সিলেট অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পেশাদার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স-এর নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহিম আল্ চৌধুরী। সিলেটের ক্রিকেট অঙ্গনকে আরও এগিয়ে নিতে পরিচিত এই সামাজিক ও মানবিক ব্যক্তিত্বকে দলে যুক্ত করার কথা শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেট টাইটান্স-এর চেয়ারম্যান সামি ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেন।

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুরের বাসিন্দা ফাহিম আল্ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁর প্রতিষ্ঠিত ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট-এর মাধ্যমে জকিগঞ্জ, কানাইঘাটসহ সিলেট অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, সামাজিক ও মানবিক উন্নয়নে তাঁর অবদান তাকে ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত করেছে। এবার সিলেট টাইটান্সে যুক্ত হয়ে তিনি সিলেটের ক্রিকেট উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

চেয়ারম্যান সামি বলেন, “ফাহিম আল্ চৌধুরীর মতো নেতৃত্বগুণসম্পন্ন, কৌশলী এবং সক্ষম একজন ব্যক্তিকে দলের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা সিলেট টাইটান্সকে আরও শক্তিশালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”

উপদেষ্টা মনোনীত হয়ে ফাহিম আল্ চৌধুরী বলেন, “আমাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত ও কৃতজ্ঞ। সিলেট টাইটান্স পরিবারের প্রতি আমার মনের গভীর থেকে ধন্যবাদ। ন্যায়, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার প্রতিশ্রুতি।”
তিনি আরও যোগ করেন, “সিলেট আমাদের গর্ব, আমাদের আবেগ। খেলাধুলা সততা ও স্বচ্ছতার মধ্যেই সুন্দর। কোনো অনৈতিক প্রভাব দেখলে আমি এক মুহূর্তে নিজেকে সরিয়ে নেবো। কিন্তু সিলেট টাইটান্সের সাফল্যের জন্য আমি সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ।”

ফাহিম আল্ চৌধুরী বিশ্বাস করেন, সমর্থকদের দোয়া, খেলোয়াড়দের পরিশ্রম এবং টিম ম্যানেজমেন্টের সঠিক দিকনির্দেশনায় এবার সিলেটে আসবে কাঙ্ক্ষিত বিপিএল ট্রফি কারণ সিলেট সেরাটাই পাওয়ার যোগ্য।

কানাইঘাটে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কানাইঘাটে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ৮ দল সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল হাসান বলেছেন, “আগামী সংসদ হবে ইসলামের। অতীতে অনেক দল ক্ষমতায় থাকলেও তারা দেশের কল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য ছিল; কিন্তু ২৪শের ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।“

তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই আকাঙ্ক্ষা পূরণে ইসলামী দলগুলো এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে। কানাইঘাট–জকিগঞ্জ জনপদের উন্নয়ন বহুদিন ধরেই পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি আসন্ন নির্বাচনে খেলাফত মজলিসের প্রতীক দেয়াল ঘড়ি মার্কায় রায় দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীম অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ,সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুস সালাম,জেলা সহ–সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ

বক্তারা সিলেট-৫ আসনে ৮ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে মুফতি আবুল হাসানকে মনোনয়ন দেওয়ার জন্য জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ছাত্র ও যুব মজলিসের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা তারিকুল ইসলাম, শেখ মাওলানা আব্দুস সালাম, আবুল কালাম, মাওলানা আব্দুল জলিল, শাহজাহান মো. সেলিম, মো. জাকারিয়া, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মাওলানা এখলাছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রব চৌধুরী, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা ফারুক আহমদ, হাফিজ আব্দুল হালিম, আব্দুল কুদ্দুছ, শাহ জাহান সেলিম, খাইরুল ইসলাম এবং ছাত্রনেতা সালমান আহমদ।

সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

কানাইঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উদযাপন

কানাইঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক ::

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামসুন নাহারের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল।

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, থানার এস.আই শৈলেশ দাস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, রোকশানা জাহান, মানবাধিকার কর্মী মুহিবুর রহমান, উপজেলার সফল জননী নারী মিনু বালা রায়।

বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিপুল সংখ্যক নারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্ম উপস্থিতিতে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, নারী-পুরুষের সমন্বিত উদ্যোগ সহ কর্মদক্ষতার কারনে দেশের অর্গগতি অনেকটা এগিয়ে গেলেও এখনও সমাজে নারী-পুরুষের মধ্যে বৈষম্য দূর হয়নি। বিশেষ করে কন্যা শিশু ও মেয়েরা নানাভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছেন। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং নারীদের তাদের অধিকারের ব্যাপারে আরো সোচ্চার হতে হবে। সেই সাথে তিনি নারী ও কন্যা শিশুরা যাতে করে সাইবার বুলিং এর স্বীকার না হন এজন্য সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার সফল জননী নারী মিনু বালা রায়কে সম্মাননা স্মারক প্রদান সহ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল।

কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন


নিজস্ব প্রতিবেদক ::

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সূধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামসুন নাহার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন, কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, থানার এসআই শৈলেশ দাস, কমিটির সদস্য মুহিবুর রহমান ও সুহেল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান শাকিল বলেন,“দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য এক গুরুতর ব্যাধি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখনও নানা রূপে দুর্নীতি বিদ্যমান। ধর্মীয় চর্চা, সামাজিক আন্দোলন ও দেশপ্রেম জাগ্রতির মাধ্যমে এ অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

তিনি আরও বলেন,“রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ ও জনগণের সচেতনতার ফলে দুর্নীতি মোকাবিলায় আমরা অনেকটাই এগিয়ে গেছি। তরুণ ও শিক্ষার্থীদের এ আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কানাইঘাটের সকল সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

পরিশেষে তিনি দূর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Monday, December 8

বিজয় দিবস উদযাপনে কানাইঘাটে প্রস্তুতি সভা

বিজয় দিবস উদযাপনে কানাইঘাটে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক :

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক   সভা   সোমবার   (৮   ডিসেম্বর)   সকাল   ১১টায়   উপজেলা  পরিষদ   মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী   ও   সূধীজনদের   উপস্থিতিতে   প্রস্তুতি   মূলক   সভায়   ১৪ই   ডিসেম্বর   শহীদ বুদ্ধিজীবি দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে   ১৬ই   ডিসেম্বর   মহান   বিজয়   দিবসের   সকল   অনুষ্ঠান   কানাইঘাটে   উৎসবমুখর পরিবেশে   উদ্যাপন   করতে   বিজয়   দিবসে   সর্বসাধারণের   স্বতঃস্ফুর্ত   উপস্থিতির   আহবান জানান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল। 

সেই সাথে মহান বিজয় দিবসের অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে করতে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায়  উপস্থিত ছিলেন,  উপজেলা  সহকারী কমিশনার  (ভূমি)  তাপস চক্রবর্তী  তুষার,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ  সুবল চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, থানার এস.আই সাইফুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুফিদুল হক, উপজেলা ফায়ার ব্রিগেড স্টেশনের কর্মকর্তা কাদির আহমদ, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, মনসুরিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান,   সিলেট   জেলা  বিএনপির  উপদেষ্টা  মন্ডলীর   সদস্য  সাবেক  কাউন্সিলর  আবিদুর  রহমান, বড়চতুল   ইউপির   সাবেক   চেয়ারম্যান   কেন্দ্রীয়   জমিয়ত   নেতা   মাও.   আবুল   হোসেন   চতুলী, উপজেলা   মুক্তিযোদ্ধা   সংসদের   সাবেক   কমান্ডার   নাজমুল   হক,   নুরুল   হক,   বীরমুক্তিযোদ্ধা সুবেদার  আফতাব   উদ্দিন,  উপজেলা বিএনপির  সাংগঠনিক   সম্পাদক খসরুজ্জামান পারভেজ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আলতাব হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধা-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার সলীল চন্দ্র দাস, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি   শিক্ষক   আব্দুস   শুক্কুর,   উপজেলা   ছাত্র   জমিয়তের   সভাপতি   মাও.   গিয়াস   উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীম সালমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Sunday, December 7

কানাইঘাটের উন্নয়নে সহযোগিতার আহ্বান নবাগত ইউএনওর; সভা বয়কট করল প্রধান রাজনৈতিক দলগুলো

কানাইঘাটের উন্নয়নে সহযোগিতার আহ্বান নবাগত ইউএনওর; সভা বয়কট করল প্রধান রাজনৈতিক দলগুলো


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল রাজনৈতিক দল ও সূধীজনদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন ,তিনি গত মঙ্গলবার কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। যোগদান করার পর এটি তার প্রথম মতবিনিময় সভা। তিনি বলেন ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে কানাইঘাট একটি মর্যাদাপূর্ণ জনপদ। এখানকার এলাকা যেন প্রকৃতি কন্যার আঁচলে ঢাকা। এখানকার দৃশ্য অনেক সুন্দর এবং পর্যটন সম্ভবনাময় একটি এলাকা। পাশাপাশি কানাইঘাটে লোভাছড়ার মত একটি প্রাচীনতম পাথর কোয়ারী রয়েছে। কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নিতে এবং এখানকার মানুষজনের প্রত্যাশা পূরণে তার উপর অর্পিত সরকারি দায়িত্ব নিষ্টার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আজকের মতবিনিময় সভায় আপনারা যেসব মতামত তুলে ধরেছেন তা বাস্তবায়নে আমি চেষ্টা করে যাবো। বিশেষ করে আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান প্রধান সড়কগুলো প্রয়োজনী সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্তিতি উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ ও মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। 

এছাড়াও নবাগত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরে সরকারি সেবা বিধি অনুযায়ী নিশ্চিত করা হবে এ ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম-দূর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। তার এই দায়িত্ব পালনে সব ধরণের ভুল বুঝাবুঝির উর্ধ্বে উঠে কানাইঘাটের রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন ও গণমাধ্যম কর্মীদের তিনি সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির। রাজনৈতিক ও সূধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা বিলাল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলা উদ্দিন বাদল, সাধারণ সম্পাদ কাওসার আহমদ জনি, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, সদস্য শাহীন আহমদ, উপজেলা লোড-আনলোড শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিব আহমদ, প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক ইয়াহইয়া, ব্যবসায়ী জয়নাল আহমদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এদিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের মতবিনিময় সভায় কানাইঘাট উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও জমিয়তে উলাম ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের কোন নেতৃবৃন্দকে দেখা যায়নি।