নিজস্ব প্রতিবেদক ::
কানাইঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিসিআইসি/বিএডিসি সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়।
সভায় উপস্থিত ছিলেন ডিলার নিয়োগ কমিটির সদস্য ও দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সার ডিলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় সরকারের নতুন পরিপত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আরও দুইজন করে নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।
কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায় জানান, নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া জেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হবে। পাশাপাশি সার ডিলারদের সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী সার বিক্রি করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে কৃষি কর্মকর্তা আশ্বস্ত করেন যে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিবেচনায় নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারের নতুন নির্দেশনা বাস্তবায়ন হলে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় তিনটি নির্দিষ্ট স্থানে কৃষকরা সহজেই ন্যায্যমূল্যে সার কেনার সুযোগ পাবেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়