Tuesday, December 9

সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী


নিজস্ব প্রতিবেদক:

সিলেট অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পেশাদার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স-এর নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহিম আল্ চৌধুরী। সিলেটের ক্রিকেট অঙ্গনকে আরও এগিয়ে নিতে পরিচিত এই সামাজিক ও মানবিক ব্যক্তিত্বকে দলে যুক্ত করার কথা শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেট টাইটান্স-এর চেয়ারম্যান সামি ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করেন।

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুরের বাসিন্দা ফাহিম আল্ চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁর প্রতিষ্ঠিত ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট-এর মাধ্যমে জকিগঞ্জ, কানাইঘাটসহ সিলেট অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, সামাজিক ও মানবিক উন্নয়নে তাঁর অবদান তাকে ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত করেছে। এবার সিলেট টাইটান্সে যুক্ত হয়ে তিনি সিলেটের ক্রিকেট উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

চেয়ারম্যান সামি বলেন, “ফাহিম আল্ চৌধুরীর মতো নেতৃত্বগুণসম্পন্ন, কৌশলী এবং সক্ষম একজন ব্যক্তিকে দলের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা সিলেট টাইটান্সকে আরও শক্তিশালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”

উপদেষ্টা মনোনীত হয়ে ফাহিম আল্ চৌধুরী বলেন, “আমাকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত ও কৃতজ্ঞ। সিলেট টাইটান্স পরিবারের প্রতি আমার মনের গভীর থেকে ধন্যবাদ। ন্যায়, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই হবে আমার প্রতিশ্রুতি।”
তিনি আরও যোগ করেন, “সিলেট আমাদের গর্ব, আমাদের আবেগ। খেলাধুলা সততা ও স্বচ্ছতার মধ্যেই সুন্দর। কোনো অনৈতিক প্রভাব দেখলে আমি এক মুহূর্তে নিজেকে সরিয়ে নেবো। কিন্তু সিলেট টাইটান্সের সাফল্যের জন্য আমি সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ।”

ফাহিম আল্ চৌধুরী বিশ্বাস করেন, সমর্থকদের দোয়া, খেলোয়াড়দের পরিশ্রম এবং টিম ম্যানেজমেন্টের সঠিক দিকনির্দেশনায় এবার সিলেটে আসবে কাঙ্ক্ষিত বিপিএল ট্রফি কারণ সিলেট সেরাটাই পাওয়ার যোগ্য।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়