Saturday, December 13

হাদির চিকিৎসার দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাষ্ট


কানাইঘাট নিউজ ডেস্ক: 

নকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে চায় ফাহিম আল ট্রাস্ট। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে যেকোনো দেশে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ওসমান হাদির উন্নত ও পূর্ণাঙ্গ চিকিৎসার সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের জন্য কাজ চলছে। প্রয়োজন হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ারও পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মেডিকেল বোর্ডের মতামত ও অনুমোদন প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। পরিবার জানিয়েছে, পরিস্থিতি বিমানে নেওয়ার মতো হলে তারা বিষয়টি দেখবেন।’

ফাহিম আল চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় সব অনুমোদন ও সম্মতি পাওয়া গেলে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাস্ট শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নেবে।’

তিনি শেষে সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আল্লাহ যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ করে দেন এবং তাকে দ্রুত আরোগ্য দান করেন।’


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়