Tuesday, December 9

কানাইঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক ::

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামসুন নাহারের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল।

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, থানার এস.আই শৈলেশ দাস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, রোকশানা জাহান, মানবাধিকার কর্মী মুহিবুর রহমান, উপজেলার সফল জননী নারী মিনু বালা রায়।

বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিপুল সংখ্যক নারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্ম উপস্থিতিতে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, নারী-পুরুষের সমন্বিত উদ্যোগ সহ কর্মদক্ষতার কারনে দেশের অর্গগতি অনেকটা এগিয়ে গেলেও এখনও সমাজে নারী-পুরুষের মধ্যে বৈষম্য দূর হয়নি। বিশেষ করে কন্যা শিশু ও মেয়েরা নানাভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছেন। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং নারীদের তাদের অধিকারের ব্যাপারে আরো সোচ্চার হতে হবে। সেই সাথে তিনি নারী ও কন্যা শিশুরা যাতে করে সাইবার বুলিং এর স্বীকার না হন এজন্য সচেতনতা বাড়াতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার সফল জননী নারী মিনু বালা রায়কে সম্মাননা স্মারক প্রদান সহ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়