নিজস্ব প্রতিবেদক ::
কানাইঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।
সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ইতোমধ্যে যারা নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ অরাজকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার, হাওড় এলাকায় যাত্রাগান বন্ধসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত সুরইঘাট ও লোভাছড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং প্রতিদিন চোরাচালান পণ্য আটক করা হচ্ছে।
আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, লোভাছড়া কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং চোরাচালান প্রতিরোধে চেকপোস্ট স্থাপনের দাবি জানান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ফসলি জমি থেকে অবৈধভাবে ফেলোডার ও স্কেভেটর দিয়ে মাটি কাটার ঘটনায় একাধিক যানবাহন জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে পাথর পরিবহনের ট্রাক ও ট্রাক্টর আটক করা হয়েছে।
তিনি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবিকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে থানা পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন দমন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন।
সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণ কৃষ্ণ হাওলাদার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তাইয়িব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ঝিঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান আবু বকর, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়