Tuesday, December 30

দলীয় সিদ্ধান্ত অমান্য: চাকসু মামুনকে বিএনপি থেকে বহিষ্কার


কানাইঘাট নিউজ ডেস্ক ::

বিষয়টি অনেকটাই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত সেটিই ঘটলো। সিলেটের আলোচিত বিএনপি নেতা মামুনুর রশীদ, যিনি চাকসু মামুন নামেই অধিক পরিচিত, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক পত্রে চাকসু মামুনকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মামুনুর রশীদ সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং সে লক্ষ্যে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজও করে আসছিলেন।

তবে আসন সমঝোতার রাজনীতিতে বিএনপি এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা থেকে বিরত থাকে। এতে করে মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়েন চাকসু মামুন।

এরপরও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। অনেক আগেই মনোনয়নপত্র সংগ্রহ করা চাকসু মামুন রবিবার শেষ দিনে তা জমা দেন এবং গণমাধ্যমকে জানান, তিনি নির্বাচনে থাকছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর থেকেই তার বহিষ্কার প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো-বিএনপি থেকে বহিষ্কার হলেন চাকসু মামুন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়