নিজস্ব প্রতিবেদক ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন-বিএনপি সমমনা জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসেন খান,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ,বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান,স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)এবং মুসলিম লীগের মনোনীত প্রার্থী মাওলানা বিলাল উদ্দিন।
এদিকে, জামায়াতে ইসলামী সমমনা জোটের পক্ষ থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়