কানাইঘাট নিউজ ডেস্ক ::
‘জনগণের টিকেটের চেয়ে বড় কিছু নেই’-এমন মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস এবং জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের জনগণই আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা জকিগঞ্জ-কানাইঘাট এলাকার প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আমাকে সমর্থন ও সহযোগিতা করে, তাহলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড় কোনো টিকেট হতে পারে না। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে কানাইঘাট বাজারে স্থানীয় বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। তবে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে দোয়া মাহফিলটি পরে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
এর আগে দুপুর আড়াইটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কানাইঘাট পৌর শহরের বাইপাস পয়েন্টে এসে জড়ো হন। পরে শোডাউন করে কানাইঘাট মধ্য বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
এদিকে শনিবার (২৭ ডিসেম্বর) বাদ মাগরিব কানাইঘাট উপজেলার সড়কের বাজারে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ ও দোয়া মাহফিলেও প্রধান অতিথির বক্তব্য দেন চাকসু মামুন।
সে সময় তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট এলাকায় দীর্ঘদিন ধরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। এর ফলে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক খাতে বেহাল দশা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং স্থানীয় নেতাকর্মীরাও নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তারা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। সিলেট-৫ আসন বিএনপির দুর্গ, আর সেই দুর্গ রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তিনি বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ ও কোষাধ্যক্ষ আবুল বাশারের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক চৌধুরী চেয়ারম্যান, মাস্টার আবু বকর চেয়ারম্যান, রফিক আহমদ চৌধুরী চেয়ারম্যান, মানিক মিয়া চেয়ারম্যান, ডা. আবু শহীদ শিকদার, ওয়াহেদ আহমদ, মহানগর কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি জালাল আহমদ জনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাউছার আহমদ বাশলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরুক আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন সাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম, এবাদ মেম্বার, আব্দুল নূর, কুতুবউদ্দিন মেম্বার, নজরুল ইসলাম, আব্দুর রব, শাহ জামাল, শামসুল ইসলাম, মখলিছ, বখতিয়ার চৌধুরী, জিম কামাল, আব্দুল্লাহ চৌধুরী, আবুল কালাম, কুতুবউদ্দিন, মহিউদ্দিন, মদনউদ্দিন, মাহাদ হোসেন, ছাত্রদল নেতা রুবেল, শিমুল প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়