Wednesday, December 10

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি আমিনুল ইসলামের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাট থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কানাইঘাট থানায় যোগদানের পর বুধবার বিকাল ৩টায় তাঁর কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দকে নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে নবাগত ওসি আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা থেকে বদলির মাধ্যমে তিনি কানাইঘাট থানায় যোগদান করেছেন। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সাথে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় উল্লেখ করে তিনি বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। একটি থানার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট থানার আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন, চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কোনোরূপ হয়রানি ছাড়াই ভুক্তভোগীদের তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদানের অঙ্গীকারও করেন নতুন ওসি।

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিট পুলিশিং জোরদার করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও হাট–বাজারে পুলিশের পক্ষ থেকে নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজন করা হবে। তিনি পুলিশের সেবামূলক কার্যক্রমে কানাইঘাট প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে স্থানীয় সাংবাদিকরা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। তারা গাছবাড়ি এলাকাসহ প্রস্তাবিত স্থানে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন, হাওড় এলাকায় যাত্রাগান বন্ধ, সব ধরনের জুয়া নিয়ন্ত্রণ, মদ-গাঁজা-ইয়াবা ব্যবসায়ী এবং চিহ্নিত চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নাগরিক হয়রানি ছাড়াই পুলিশি সেবা নিশ্চিত করার আহবান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, সদস্য মাওলানা আসআদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান লাভলু ও ওহিদুল ইসলাম।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়