Sunday, November 23

রূপালী ব্যাংক কানাইঘাট শাখা নতুন ভবনে স্থানান্তরিত: শুভ উদ্বোধন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট দক্ষিণ বাজার থেকে মধ্যবাজার মালিক ট্রেডার্স মার্কেটের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংক পিএলসি কানাইঘাট শাখার ব্যাংকিং কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রূপালী ব্যাংক কানাইঘাট শাখার নতুন ভবনে স্থানান্তরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক মোঃ ফজলুল হক।

ব্যাংকের কানাইঘাট শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও অফিসার মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, ব্যাংকের সিলেট সিলেট জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক জয়া চৌধুরী, মৌলভীবাজার জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক বিপ্লব কুমার তালুকদার, সুনামগঞ্জ জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ হোসেন, কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন।

রূপালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংকের গ্রাহক কানাইঘাটে বিভিন্ন ব্যাংক শাখার ব্যবস্থাপক সুধীজন, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ব্যাংকের সিলেট মিরাবাজার শাখার ব্যবস্থাপক লাভলী বেগম, সিলেট কৃষি বিশ^বিদ্যালয় শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহান কবীর, ইসলামপুর শাখা ব্যবস্থাপক গোবিন্দ কুমার পাল, এলডিপিএস ব্যবস্থাপক রিপন চন্দ্র সরকার, ন্যাশনাল ব্যাংক পিএলসি কানাইঘাট শাখার ব্যবস্থাপক আজাদ হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী খসরুজ্জামান পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যাংকের গ্রাহক কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুর রহমান, কানাইঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, কানাইঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কয়সর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, রূপালী ব্যাংক দেশের একটি প্রাচীণতম রাষ্ট্রায়ত্ব ব্যাংক। ব্যাংকটি তার জন্মলঘœ থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের পাশাপাশি গ্রাহকদের আমানত শতভাগ সুরুক্ষা সহ দেশের প্রতিটি শাখা থেকে সহজ শর্তে নানাবিধ ঋণ সেবা প্রদান করে আসছে। সেই সাথে আধুনিক ব্যাংকিং দ্বারা প্রবর্তনের মাধ্যমে সরকারের সবধরনের সেবা রূপালী ব্যাংক পিএলসি থেকে কোন ধরনের খরছ ছাড়াই সেবাপ্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। নতুন ভবনে ব্যাংকের শাখা স্থানান্তরের মাধ্যমে কানাইঘাটের মানুষজন আরো বেশি সুযোগ-সুবিধা পাবেন। অনুষ্ঠান শেষে ব্যাংকের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়