Wednesday, October 15

কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক ::

হাত ধোয়ার নায়ক হোন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সিলেটের কানাইঘাটে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট পৌর শহরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক, ব্র্যাক, এফআইভিডিপি)–এর কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,ভালোভাবে হাত না ধোয়ার কারণে নানা ধরনের জীবাণু ও রোগ মানুষের শরীরে প্রবেশ করে। সরকারের সচেতনতামূলক উদ্যোগের ফলে এখন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও হাত ধোয়ার বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের মানুষকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনতে সরকার ও বিভিন্ন এনজিও একযোগে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াশব্লক নির্মাণের পাশাপাশি হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে।

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কবির আহমদ,এফআইভিডিপি’র কানাইঘাট কো-অর্ডিনেটর কাওছার রশিদ,রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির আহমদ,কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের শিক্ষক মামুন রশিদ প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়