Thursday, March 13

মানসিক ভারসাম্যহীন সেই আশিককে আর্থিক সহায়তা দিলেন কানাইঘাটের ইউএনও


নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন ক্রিয়েটর উম্মে হুমায়রার ভিডিও’র সূত্র ধরে দু’বছর আগে হারিয়ে যাওয়ার পর বান্দরবন জেলা থেকে উদ্ধারকৃত কানাইঘাটের মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

বৃহস্পতিবার(১৩ মার্চ) বিকেল ৩টায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তার কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের আশিকুর রহমানের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় তার মা মরিয়ম বেগম ও স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়া উদ্ধার হওয়ার পর মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমান ও তার পরিবারের সার্বক্ষণিক খোঁজ-খবর নেন ইউএনও তানিয়া আক্তার এবং তার প্রাথমিক চিকিৎসাও প্রদান করেন। আশিকুর রহমানের পাশে সব-সময় উপজেলা প্রশাসন থাকবে আশ্বস্থ করে তাকে সমাজসেবার ভাতার আওতায় নিয়ে আসার পাশাপাশি উন্নত চিকিৎসা প্রদান এবং সরকারের সবধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে নির্বাহী কমকর্তা তানিয়া আক্তার তার পরিবারের সদস্যদের আশ্বস্থ করেন।

মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমানের মা মরিয়ম বেগম বলেন, ছেলেকে খোঁজে পাওয়ার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের খোঁজ-খবর নিয়েছেন। আমার ছেলে আশিকুর রহমানকে চিকিৎসা প্রদান করেছেন। তার কার্যালয়ে সম্মানের সহিত ডেকে এনে আর্থিক অনুদান প্রদান করায় এবং অন্যান্য সুযোগ-সুবিধার আশ্বস্থ করায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ২ বছর পূর্বে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আশিককে গত সোমবার বান্দরবন জেলা থেকে উদ্ধারের বিষয়টি স্থানীয় সাংবাদিকরা প্রথমে আমাকে জানান এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি আমার দৃষ্টিগোচর হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশিকের পরিবারের খোঁজ-খবর নিয়েছি। তাকে সরকারের সব ধরনের সুযোগ-সুবিদার আওতায় আনার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ ও যুবকদের ভালো মানবিক কাজে সব-সময় এগিয়ে আসলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়