কানাইঘাট নিউজ ডেস্ক:
দুই বছর আগে হারানো মানসিক ভারসাম্যহীন সন্তানকে খুঁজে পেয়েছেন মা। সোমবার সকালে বান্দরবান রাজার মাঠে হারানো সন্তানকে খুঁজে পেয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিলেটের মরিয়ম বেগম। মরিয়ম বেগম বলেন- তার তিন ছেলে এক মেয়ে তার মধ্যে আশিকুর মেজো। গত বছরের বন্যায় ভেসে গিয়ে তার ছেলে আশিকুর রহমান হয়তো মারা গেছেন বলে মনে করেছিলেন। কিন্তু দুইদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের ভিডিওর মাধ্যমে জানতে পারেন তার ছেলে বান্দরবানে বেঁচে আছে। তখনই বান্দরবানের কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রার সঙ্গে যোগাযোগ করে রোববার বিকালে পরিবারের চার সদস্য নিয়ে সিলেট থেকে আসেন। সোমবার সকালে বান্দরবানে পৌঁছে উম্মে হুমায়রার সঙ্গে দেখা করে ছেলে আশিকুর রহমানকে বুঝে পেয়েছেন। হারানো সন্তান ফিরে পেয়ে মরিয়ম বেগম আবেগে আপ্লুত হয়ে বলেন, একজন ইসলাম ধর্মাবলম্বী হজ ও ঈদ করে যেরকম আনন্দে খুশি হয়ে থাকেন তিনিও হারানো ছেলে ফিরে পেয়ে সেই রকম খুশি হয়েছেন।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছর আগে সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর এলাকা থেকে বাজারে যাওয়ার পর হারিয়ে যায় আশিকুর রহমান। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। গত বছর বন্যায় ভেসে গেছেন বলে ধারণা করেছিলেন তার পরিবার। বান্দরবানের কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করার পর আশিকুর রহমানের পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করে। পরে আশিকুর রহমানকে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়