Saturday, March 1

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম.ফরিদ উদ্দিন


কানাইঘাট নিউজ ডেস্ক :

বিত্র মাহে রমজান উপলক্ষে কানাইঘাট-জকিগঞ্জ তথা দেশ এবং প্রবাসের সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন যুক্তরাজ‌্য বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর এম.ফরিদ উদ্দিন। 

শনিবার (০১ মার্চ ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রফেসর এম.ফরিদ উদ্দিন বলেন' সিয়াম সাধনার মাস হচ্ছে পবিত্র রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।

তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।

আমি মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়