Friday, February 21

প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে কানাইঘাটে ইমামদের মধ্যে নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট সিলেটের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে  কানাইঘাট পৌরসভা ও সদর ইউনিয়নের জামে মসজিদের ১০৪ জন ইমামদের মধ্যে নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।


শুক্রবার(২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে মসজিদের ইমামদের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ ও সমাজে বিশেষ ভূমিকা রাখার জন্য উপস্থিত সকল ইমামদের এপ্রিকেশন সার্টিফিকেট প্রদান করেন প্রজন্ম ডেভেলপমেন্টের সিইও মোঃ মাছুম আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামাল উদ্দিন, দারুল উলূম মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশীদ চতুলী, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রিয়াজ উদ্দিন সহ আরো অনেকে।

হাদিয়া ও সার্টিফিকেট বিতরণকালে সংগঠনের সিইও সমাজসেবী মোঃ মাসুম আহমদ বলেন, দীর্ঘদিন থেকে আর্থ-মানবতার সেবায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি হাসিলের জন্য নীরবে নিবৃত্তে প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট সিলেট কাজ করে যাচ্ছে।

ইমামগণ হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানী ও মর্যাদাশালী ব্যক্তি। জাতির পথ পরিদর্শক ইমামগণ ধর্মীয় বাণী মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সুন্দর সমাজ গঠনের কাজ করে থাকেন।  কিন্তু সেভাবে ইমামগণ সম্মানী না পাওয়ার কারনে ভালোভাবে জীবন-যাপন করতে পারেন না। আলোকিত সমাজ প্রতিষ্ঠার পেছনে মসজিদের ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রজন্ম ডেভেলপমেন্ট প্রজেক্ট সিলেট ইমামদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও ইমামদের কল্যাণে এ সংগঠনটি কাজ করবে।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়