নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (২০জানুয়ারি) দুপুর ২টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়কালে নবাগত ইউএনও তানিয়া আক্তার সরকারের সব-ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন ও সবধরনের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে কানাইঘাটের জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা স্থানীয় সরকারের সকল কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকেন। একসাথে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা আন্তরিকতার সহিত কাজ করলে নাগরিকরা উপকৃত হবেন ও সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করাও সম্ভব।
মতবিনিময়ে উপস্থিত জনপ্রতিনিধিরা নবাগত ইউএনও তানিয়া আক্তারকে সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করে কানাইঘাটের প্রধান প্রধান সমস্যাগুলো তুলে ধরেন ও ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন থেকে শুরু করে সরকারের সবধরনের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার রফিক আহমদ।
উল্লেখ্য- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার তানিয়া আক্তার পদোন্নতি পেয়ে শনিবার (১৮ জানুয়ারী) কানাইঘাট উপজেলা নতুন ইউএনও হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক মহল সহ সবার সহযোগিতা কামনা করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়