Sunday, January 19

কানাইঘাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিঘীরপাড় ইউনিয়ন চ্যাম্পিয়ন


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২৫ এর কানাইঘাট উপজেলার আন্তঃইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন ফুটবল দল।

রোববার বিকেলে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় কানাইঘাট পৌরসভা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিঘীরপাড় ইউপি ফুটবল দল।


খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার প্রশাসনিক কাজে সিলেটে থাকায় তার অনুপস্থিতিতে পুরষ্কার তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি প্রধান শিক্ষক আব্দুস শুকুর, মাস্টার জাহিদ হোসেন রাহিন।

 

কানাইঘাট উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন ফুটবল দল পরবর্তীতে আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়