নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে গড়াখাই হাওরের মধ্য দিয়ে বয়ে যাওয়া অপরিকল্পিত বেড়িবাঁধ প্রকল্প বাতিলের দাবিতে লক্ষীপ্রসাদ ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বেড়িবাঁধ নির্মাণ বন্ধের দাবিতে ইতোমধ্যে এলাকাবাসীর উদ্যোগে গত ১৪ই জানুয়ারি পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী এবং ১৬ই জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন। এছাড়াও গত শুক্রবার স্থানীয় সুরইঘাট বাজারে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এছাড়া নির্বাহী কর্মকর্তার সাথে কয়েকবার এলাকার লোকজন দেখা করে বাঁধের ক্ষতিদিক তুলেও ধরেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়াখাই হাওরের মধ্য দিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা হরিলুটের জন্য উক্ত বেড়িবাঁধ প্রকল্প হাতে নেয়। প্রতিবছর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অপরিকল্পিত মাটির বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভাঙন দেখা দেয় এবং প্রতিবছর পানি উন্নয়ন বোর্ড সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় করে সেখানে বেড়িবাঁধ নির্মাণ করে থাকে।
অপরিকল্পিত এ বেড়িবাঁধ এলাকার ব্যুরো ধান ও ফসলি জমির কোন উপকারে আসে না বরং বাঁধের কারনে ভারতের উজান থেকে নেমে আসা লোভা, আমরি, হুরমা, কাফরান ও সুরই নদীর পাহাড়ি ঢলের কারনে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরই নদী থেকে লোভা নদীর মধ্যবর্তী ১০/১২টি গ্রামের বাসিন্দাদের বর্ষা মৌসুমে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, মৎস্য খামার, শত শত একর ক্ষেতের জমি, তলিয়ে গিয়ে এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারন করে মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে।
বেড়িবাঁধের কারনে কানাইঘাট-সুরইঘাট এলজিইডি সড়কের প্রায় ৩ কিলোমিটার জায়গা বিগত বন্যার সময় ভেঙে ও তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়।
এলাকাবাসী জনদুর্ভোগ লাঘবে এবং ফসলি জমি রক্ষা করার জন্য গড়াখাই হাওরের মধ্য দিয়ে ভয়ে যাওয়া অপরিকল্পিত মাটির বেড়িবাঁধ প্রকল্প বাতিল করে সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয়রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে আসার জন্য স্মারকলিপি ও প্রতিবাদ সভায় আহবান জানানো হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়