জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে তাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইহুদিবাদী দেশটি।
বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, ‘মঙ্গলবার ইরান ইসরায়েলে যে হামলা চালিয়েছে সেটির পর্যাপ্ত নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘের মহাসচিব। যে কেউ দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না সে ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়।’
কার্টজের আরও অভিযোগ করেন, জাতিসংঘ মহাসচিব ‘ইসরায়েল বিরোধী’ এবং ‘সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা। আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন।’
মঙ্গলবার ইসরায়েলে ইরানের হামলার পরপরই, গুতেরেস এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা করেছিলেন, একই সঙ্গে তিনি যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছিলেন। কিন্তু ইরানের কথা উল্লেখ করেননি।
সূত্র: আল জাজিরা
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়