নিজস্ব প্রতিবেদক ::
পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত সিলেটের কানাইঘাট উপজেলার উলামায়ে কেরামের নেতৃত্বাধীন জনকল্যাণমূলক সংগঠন ‘প্রকাশ কল্যাণ ফাউন্ডেশন'র ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১৯ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় ভার্চুয়াল মাধ্যমে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। আমেরিকা প্রবাসী মাওলানা তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল হালীম সাতবাঁকীর সঞ্চালনায় সভার শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহরিয়ার হাসান। কাউন্সিলে অতিথি হিসেবে ভিডিও বার্তায় বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটি, শায়খুল হাদীস মাওলানা মাহমুদুর রহমান তালবাড়ী, মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ী। ভার্চুয়াল সভায় আমেরিকা, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, উমান, বাহরাইন, মালদ্বীপসহ প্রবাসের বিভিন্ন দেশ হতে প্রবাসী সদস্যদের অংশ গ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
ত্রি-বার্ষিক কাউন্সিলে মাওলানা তাজ উদ্দিন কে সভাপতি, মাওলানা নুর আহমদ ক্বাসেমী ও মুফতি এহসান উল্লাহ কে সিনিয়র সহ- সভাপতি, মাওলানা আব্দুল হালীম সাতবাঁকী কে সেক্রেটারী ,মাওলানা হাফিজ আলতাফ হোসাইন ও মাওলানা আলিম উদ্দিন কে জয়েন্ট সেক্রেটারী, মাওলানা শাব্বির বিন আব্দুল হান্নান কে সাংগঠনিক সম্পাদক, হাফিজ বুরহান উদ্দিন কে অর্থ সম্পাদক, মাওলানা ইমরান হোসাইন চৌধুরীকে সহ অর্থ সম্পাদক, হাফিজ আশিকুর রহমান কে প্রচার সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটির প্যানেল গৃহীত হয়। প্যানেল উপস্থাপন করেন প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী।
ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুফতি ইবাদুর রহমান কাসিমী, সহ-সভাপতি আব্দুস শহিদ, মাওলানা আবুল হাসনাত, সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সহ-সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সেক্রেটারী মাওলানা জাহিদ নাছির চৌধুরী, মাওলানা সালেহ আহমদ,মাওলানা ফাহাদ হোসাইন,মাওলানা নুরুল আমীন, হাফিজ তোফায়েল আহমদ, মাওলানা আব্দুল আহাদ আতিক, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা হারুন রশীদ ফুয়াদ, মাওলানা রাফি উদ্দিন সালিম, মাওলানা এমাদ উদ্দিন সালিম,হাফিজ ময়নূল ইসলাম, হাফিজ সালমান আহমদ, সহ প্রচার সম্পাদক হাফিজ মিজানুর রহমান , মুহাম্মদ সুহাইল আহমদ চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ নজীর আহমদ,মাওলানা জয়নুল হক, হাফিজ ইসলাম উদ্দিন, মাওলামা নোমান আহমদ, মাওলানা আশিকে এলাহী,হাফিজ নুরুল আম্বিয়া, হাফিজ শহিদ উল্লাহ,
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ আহমদ শামস,সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ আব্দুন নূর, দফতর সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল হামিদ, সহ দফতর সম্পাদক হাফিজ রফিক আহমদ।
পরিশেষে সভাপতির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়