Friday, June 7

কানাইঘাটে পরিত্যক্ত গর্ত থেকে মেছো বাঘ উদ্ধার!


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার এলাকা থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার(৭ জুন) সকাল ১১ টার দিকে স্থানীয়রা প্রাণীটি উদ্ধার করে থানা পুলিশ ও বন বিভাগে খবর দেন। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে বিট কর্মকর্তা সহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে লোভারমুখ বাজারের পাশে একটি সমিলের পরিত্যক্ত পানির গর্তে বাঘটি দেখতে পান। পরে এলাকার লোকজন জড়ো হয়ে কৌশলে বাঘটি পানি থেকে উদ্ধার করে থানা পুলিশ ও স্থানীয় বন বিভাগকে খবর দেন। মেছো বাঘ আটক হয়েছে এমন সংবাদে এলাকার উৎসুক জনতা লোভারমুখ বাজারে ভিড় জমায়।
 
স্থানীয়দের ধারণা ,বানের পানিতে মেছো বাঘটি লোকালয়ে আসতে পারে এবং খাবারের সন্ধানে হয়তো পরিত্যক্ত পানির গর্তে পড়ে যায়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,' স্থানীয়রা মেছো বাঘ আটক করেছে এমন খবর শুনে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটি উদ্ধার করি। পরে বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করি তারা বাঘটিকে খাদিম নগর জাতীয় উদ্যান অবমুক্ত করবেন।'


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়