Thursday, May 23

কানাইঘাটে টাস্কফোর্সের অভিয়ানে ১৯ বস্তা ভারতীয় চিনি আটক


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে টাস্কফোর্সের অভিযানে ৫০ কেজি ওজনের ১৯ বস্তা ভারতীয় চিনি সহ টাটা পিকআপ গাড়ী আটক করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পৌরসভার বায়মপুর গ্রামের পাশ থেকে ১৯ বস্তা ভারতীয় চিনি সহ পিকআপ গাড়ী আটক করা হয়।


টাস্কফোর্সের অভিযানকালে উপস্থিত ছিলেন, তামাবিল কাস্টমসের কাস্টম এআর মামুন শেখ, কানাইঘাট থানার এসআই দেবাশীষ শর্ম্মা, এসআই পীযূষ সিংহ।


পরে আটককৃত ৯৫০ কেজি ভারতীয় চিনি প্রকাশ্যে নিলামে ৬৪ হাজার ৫শ’ টাকায় বিক্রি করা হয়। ভারতীয় চিনি পরিবহনকারী পিকআপ চালক ভবিষ্যতে আর কখনো ভারতীয় অবৈধ মালামাল বহন করবে না বলে মুছলেকা প্রদান করলে গাড়ী ছেড়ে দেয়া হয়।


চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়