নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি নবগঠিত কমিটির নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এর আগে গত শনিবার ( ০৫ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে কানাইঘাট উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে নিহার-হারুন-আজির-এর পুরো প্যানেল বিজয়ী হন।
নির্বাচনে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিহার রঞ্জন বর্ধন সভাপতি ও সর্দারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়