Wednesday, June 21

কানাইঘাটে থানা পুলিশের অভিযানে জোয়াড়ি চক্রের ১৬ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক  :

সিলেটের কানাইঘাট থানা পুলিশ মঙ্গলবার(২০ জুন) দিবাগত রাতে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামে মৃত হাবিব উল্লার পুত্র জব্বার আহমদের বসত ঘরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ পেশাদার জোয়াড়ী চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদের দিক নির্দেশনায় থানার এস.আই নঈম উদ্দিন, এস.আই মজিবুর রহমান, এএসআই ওযায়ের ফারুক, এএসআই জামির হোসেন মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে জোয়াড়ী জব্বার আহমদের বসত ঘরের উত্তর পাশের কক্ষে অভিযান চালান। 

অভিযানের সময় পুলিশ হাতেনাতে জোয়া খেলার তাস ও নগদ ৬২ হাজার ৫’শ টাকা সহ পেশাদার জোয়াড়ী চক্রের সদস্য স্থানীয় গণিকান্দি গ্রামের মৃত আমান উল্লার পুত্র আতাব উদ্দিন, একই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মামুন, মৃত হাজির আলীর পুত্র মোসলেহ উদ্দিন, মৃত ছইফুল্লার পুত্র মন্তাজ আলী, নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র আব্দুল হান্নান, একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী, খালেদ আহমদের পুত্র তারেক আহমদ, নুর উদ্দিনের পুত্র তাজ উদ্দিন, আগতালুক গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র জব্বার আহমদ, একই গ্রামের আহমদ আলীর পুত্র ফখরুল ইসলাম, মৃত ইব্রাহিম আলীর পুত্র দেলোয়ার হোসেন, গোয়ালজুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র জহির উদ্দিন, একই গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র নিজাম উদ্দিন  মাসুম, আমরপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র ফয়েজ উদ্দিন, ফখরচটি গ্রামের বরকত উল্লার পুত্র দুলাল ও বাখাইরপাড় গ্রামের মৃত হায়াত উল্লাহর পুত্র আব্দুল কাদিরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ হয়। 

থানার এস.আই মজিবুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত জোয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেছেন। সংঘবদ্ধ জোয়াড়ী চক্রের সদস্যদের গ্রেফতার করায় এলাকায় সবাই থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। 

অপরদিকে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত মামলার উপজেলার ভদ্রচটি গ্রামের ময়না মিয়ার পুত্র বাবুল মিয়াকে গ্রেফতার করে থানার এএসআই ওযায়ের ফারুক। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার আদালতে সোপর্দ করেছেন পুলিশ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়