Friday, April 14

কানাইঘাটে দেড় শতাধিক পরিবারে 'নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট'র ঈদ উপহার


নিজস্ব প্রতিবেদক :

নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার(১৪ এপ্রিল) বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নের বীরদলস্থ গ্রীন বাড কিন্ডার গার্টেনের হলরুমে প্রায় দেড় শতাধিক  পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এলাকার বিশিষ্ট মুরব্বি ফয়জুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের সেক্রেটারী বদরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌধুরী জুয়েল,গ্রীন বাড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক শামসুদ্দিন,কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,বিশিষ্ট মুরব্বি কুদ্দুস আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,’নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ‘দীর্ঘদিন ধরে আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বক্তারা নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার প্রবাসী কমিউনিটি নেতা আহমেদ ইকবাল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।

নগদ-অর্থ বিতরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সামসুদ্দীন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়