Saturday, March 25

রমজান উপলক্ষে কানাইঘাটে আল-খায়ের ফাউন্ডেশনের ফুডপ্যাক বিতরণ


নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটেবল সংস্থা আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট উপজেলার ২’শতাধিক অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে ফুডপ্যাক সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার(২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা সংলগ্ন বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে রমজান উপলক্ষে আল-খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার স্বরূপ চাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ফুডপ্যাক অসহায়, দরিদ্রদের মধ্যে তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির। 

এ সময় আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক মুমিন রশিদ, শাহিন আহমদ, দাদারুল উলূম মাদ্রাসার সহকারি শিক্ষক মাও. আসআদ, মাও. হাফিজ নজির আহমদ, মাও. জুনায়েদ শামসী প্রমুখ। 

মাহে রমজানের শুরুতে কানাইঘাটে খেটে খাওয়া মানুষের মধ্যে আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এসব ফুডপ্যাক বিতরণকালে উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির বলেন, দীর্ঘদিন থেকে আল-খায়ের ফাউন্ডেশন সিলেট সহ কানাইঘাট উপজেলায় বিগত দু’দফা ভয়াবহ বন্যার সময় শত শত পরিবারকে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা এবং গৃহনির্মাণের মতো পুনবার্সন কার্যক্রমের মাধ্যমে কানাইঘাটের জনপ্রতিনিধি সহ সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন আল-খায়ের ফাউন্ডেশন। 

রমজান মাসে সর্বপ্রথম আল-খায়ের ফাউন্ডেশন অসহায়দেরকে ফুডপ্যাক সামগ্রী বিতরণ করায় তিনি সংস্থার সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সংগঠন আত্মমানবতার সেবায় সব-সময় এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আল-খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়রা সাড়ে ৩ হাজার টাকা মূল্যের ফুডপ্যাক পেয়ে অনেকে আবেগে কেঁদে ফেলেন। তারা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের কর্ম না থাকার কারনে তাদের মাঝে অভাব-অনটন দেখা দিয়েছে। ঠিক সেই মুহুর্তে আল-খায়ের ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী পেয়ে তারা ভালোভাবে রমজান মাস চালিয়ে যেতে পারবেন বলে জানান।  





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়