নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ যাতে করে সরকার গঠন করতে পারে এজন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য কাজ করতে হবে।
তিনি আরো বলেন, কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য ধারাবাহিক ভাবে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন সহ সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে পৌর আওয়ামী লীগকে আরো সুসংগঠিত হওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মস্তাক আহমদ পলাশ সোমবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় খেয়াঘাট বাসস্ট্যান্ড মাঠে কানাইঘাট পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে শুরুতে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, মাসুক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, শাহাব উদ্দিন।
উদ্বোধক ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন।
বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবেক কাউন্সিলর ইসলাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, পৌর ছাত্রলীগের সভাপতি হারিছ উদ্দিন, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খালেদ স্বাধীন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়