Tuesday, January 3

কানাইঘাটে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবার লক্ষ্য-উদ্দেশ্যে কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দেশে-বিদেশে অবস্থানরত তরুণ-যুবকদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ‘রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উদ্যোগে প্রথমবারের মত কানাইঘাট উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (১ জানুয়ারি) রাজাগঞ্জ ইউনিয়নাধীন আল-মুতালিব খয়রুন নেছা মাদরাসা ও এতিম খানা পারকুল, রাজাগঞ্জে অনুষ্ঠিত হয়।

জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও অত্র এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা শরীফ আহমদের সভাপতিত্বে, এসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক হাফিজ মতিউর রহমান চৌধুরী এবং এসোসিয়েশনের দেশে অবস্থানরত দায়িত্বশীল সহযোগী সদস্য মাও. ইমরান হুসাইনের যৌথ সঞ্চালনায় প্রতিযোগিতার শেষ পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়।


কানাইঘাট উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জ ইউনিয়ন এর সাবেক মুহতামিম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব (বন্দরবাড়ী), রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম সাহেব, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা তালবাড়ী-এর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক অত্র এসোসিয়েশনের উপদেষ্টা সৌদি আরব প্রবাসী মাওলানা হোসাইন আহমদ ‘মতিন’ সাহেব, বিশিষ্ট ব্যাংকার ও এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা মো. ফখরুল ইসলাম, আল-মুতলিব মাদ্রাসার পরিচালক মাও. সিরাজুল ইসলাম সাহেব, খালপার দারুসসুন্নাহ সুলতানিয়া শিব্বিরিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট ও এসোসিয়েশনের উপদেষ্টা সুলতান মো. সাদিকুর রহমান সাহেব, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল্লাহ, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও অত্র এসোসিয়েশনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদকআলহাজ্ব দুলাল আহমদ তালুকদার, রাজাগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাও. জুনায়েদ আল-হাবীব, বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুলতান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। 


রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপজেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ক শাখায় (১-৩০পারা) ও খ শাখায় (১+১৫পারা) মোট ২১৮জন প্রতিযোগীর পরীক্ষা গ্রহণ করেন, পরীক্ষক হিসাবে পরিক্ষা গ্রহণ করেন, উম্মাতুল মো'মিনিন জামে মসজিদ, আজমান, সংযুক্ত আরব আমিরাত এর ইমাম হাফিজ মাও. আব্দুর রহমান সাহেব, মারকাজু শায়খুল ইসলাম আল-আমীন মাদরাসা, কাজীটুলা, সিলেট এর উস্তাদ হাফিজ মাও. কামরুল ইসলাম সাহেব, ঝিংগাবাড়ী মাদ্রাসা ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক হাফিজ মাও. ফখরুল ইসলাম সাহেব সহ ১৯ জন বিজ্ঞ পরিক্ষক। 

ক শাখার (১-৩০ পারা) ১ম স্থান অর্জন করেছেন মাদরাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল চারখাই , বিয়ানিবাজার এর কৃতী শিক্ষার্থী ইহতিশামুল হক্ব হীরা। ২য় স্থান অর্জন করেছেন হাজী রিফাত উল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা, দক্ষিণ সুরমা এর কৃতী শিক্ষার্থী কেফায়াত উল্লাহ আমজাদ। ৩য় স্থান অর্জন করেছেন টিকরপাড়া মাদ্রাসা এর কৃতী শিক্ষার্থী নাহিদ আহমদ।

এছাড়াও ক শাখায় ৭জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদঅর্থ দেওয়া হয়েছে। তারা হলেন, হাফিজ কিবরিয়া আহমদ

হাফিজ জুবায়ের আহমদ (২), লুৎফর রহমান, হাফিজ লাহিয়ান হুসেইন রাহি, হাফিজ জুবায়ের আহমদ (১), হাফিজ তোফায়েল আহমদ এবং হাফিজ খাইরুল ইসলাম। 

খ শাখার (১-১৫ তম পারা) ১য় স্থান অধিকারী হয়েছেন হাজী রিফাত উল্লাহ মাদ্রাসা দক্ষিণ সুরমা এর কৃতী শিক্ষার্থী মো. মাহদি হাসান। ২য় স্থান অর্জন করেছেন ইক্বরা ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা এর কৃতী শিক্ষার্থী মো. নুরুল আমিন। ৩য় স্থান অধিকারী হয়েছেন হাজী রিফাত উল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা এর কৃতী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ।

এছাড়াও খ শাখায় ৭ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার অর্থ দেওয়া হয়েছে। তারা হলেন, সাহেদুল হাসান, আরাফাত হুসাইন, মুহাম্মদ আলী, তাহের আহমদ, সালমান আহমদ, মাহমুদুল হাসান খালিদ এবং ছালেহ আহমদ।

এছাড়াও রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাও. লুকমান আহমদ খালপার, জনাব নজির আহমদ খান, সৌদি আরব প্রবাসী শাব্বির বিন আব্দুল হান্নান, এসোসিয়েশনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পরিচালনা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম ‘কলিম’, সিনিয়র সদস্য বদরুল ইসলাম, সিনিয়র সদস্য আতিক আহমদ, সিনিয়র সদস্য দক্ষিণ আফ্রিকা প্রবাসী লুৎফর রাহমান, অর্থ সম্পাদক মখলিছুর রাহমান, দপ্তর সম্পাদক সাঈদুর রহমান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সৌদি আরব প্রবাসী আলমগীর হুসাইন খান (বুলবুল), দেশে অবস্থানরত দায়িত্বশীল সহযোগী সদস্য মাওলানা শরীফ উদ্দিন, মাসুম বিন নূরুল হক, নাজমুল হুসাইন ইমন, মনসুর আহমদ, শামসুল ইসলাম, মো. আবু সাবির খান, আব্দুল্লাহ আল মামুন, রেদোয়ান হোসাইন নাদিম, তারেক হোসেন প্রমুখ।


পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয় জামিয়া ইসলামিয়া দারুল হাদীস রাজাগঞ্জ মাদ্রাসার সাবেক মুহতামিম, হযরত মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ী এর মোনাজাতের মাধ্যমে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়