Sunday, November 20

এক সাইকেলে চালকসহ ৯ শিশু!

 প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০২২

একটি বাইসাইকেলে সর্বোচ্চ একসঙ্গে কতজনকে নেওয়া সম্ভব? সাইকেলের আকারভেদে হয়ত সংখ্যাটা ৩-৪ জনের বেশি না। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে ভারতের এক ব্যক্তি একই সঙ্গে ৯ জন শিশুকে নিয়ে সাইকেল চালাতে দেখা গিয়েছে। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) জ্যাকি যাদব নামে এক ব্যবহারকারী টুইটারে সেই ভিডিওটি আপলোড করেন। ইন্টারনেটে ব্যাপক আলোচিত ভিডিওটি এরপর ২ লাখ ১৬ হাজার বার দেখা হয়েছে।

সেই সঙ্গে ভিডিওটিতে পড়েছে সাত হাজার ২০০ লাইক। পাশাপাশি অসংখ্যবার শেয়ারও হয়েছে ভিডিওটি। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সাংবাদমাধ্যম এনডিটিভি।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছেন। দ্বিচক্রযানে ছোট-বড় মিলিয়ে উঠেছে মোট ৯ জন শিশু। তাদের মধ্যে দুজন ওই ব্যক্তির হাত ধরে ঝুলছে। একজন বসে আছে মাডগার্ডের ওপর। দুজন দাঁড়িয়ে সাইকেলের পেছনের অংশে। আর ফাঁকা জায়গাজুড়ে নিজেদের শরীর গলিয়ে দিয়েছে বাকি চার শিশু।

সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড দিয়ে জ্যাকি যাদব ক্যাপশনে রসিকতার সুরে লেখেন, আজ বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নে পৌঁছে গেছে। এতে বাইসাইকেল চালানো ব্যক্তিরও অনেক অবদান আছে। যদিও সেই ঘটনা কোথাকার কিংবা সেই ভিডিওর সাইকেল চালকের পরিচয় এখনও জানা যায়নি। ব্যবহারকারীরাও ওই ভিডিওতে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। কেউ কেউ তো অবাকও হয়ে গিয়েছেন যে সাইকেলে থাকা ৯টি শিশুই ওই চালকের সন্তান কি-না। আবার অনেকে বিশ্বের জনসংখ্যা বেড়ে যাওয়ার পেছনে সাইকেল চালকের মতো ব্যক্তিদের দায়ী করেছেন।

বিষয়টি নিয়ে কমেন্টে মজা করেছেন অনেকে। এক ব্যবহারকারী বলেন, সব সময়ে ওপরেরটা দেখেই ভেতরটা বিচার করবেন না। অপর এক ব্যবহারকারী বলেন, ভিডিওটি আমাকে ফিলিপসের কথা মনে করিয়ে দিচ্ছে। আরেক ব্যবহারকারী বলেন, ঘটনার সাইকেল আর টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিষয়ে জানতে বেশি আগ্রহী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়