নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলার এক প্রাক্তন মাদ্রাসা শিক্ষক ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের নুর হোসেনের পুত্র মাও. আব্দুর রহমান ইমরান (২৯) হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া শেষে সেখানকার একটি মহিলা মাদ্রাসায় বছর খানেক শিক্ষকতা করেন। পরবর্তীতে সেখানে কাপড় ব্যবসার পাশাপাশি স্ত্রী লুবাবা বেগম ও এক শিশু কন্যাকে নিয়ে আব্দুর রহমান ইমরান হাটহাজারী থানার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
নিখোঁজ আব্দুর রহমান ইমরানের স্ত্রী লুবাবা বেগম গত মঙ্গলবার রাত ৮টার দিকে তার শশুড় নুর হোসেনকে মোবাইল ফোনে জানান, তার স্বামী আব্দুর রহমান ইমরানকে ২৪ অক্টোবার (সোমবার) সন্ধ্যার দিকে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে ইমরানের এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছেন।
সংবাদ পেয়ে নিখোঁজ ইমরানের পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে হাট-হাজারী থানা সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে এখন পর্যন্ত তার কোন সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে ইমরানের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তবে তার স্ত্রী লুবাবা বেগম একেক সময় একেক কথা বলায় ইমরানের পরিবারের সদস্যদের নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে ৪দিন ধরে নিখোঁজ হাটহাজারী মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মাও. আব্দুর রহমান ইমরানের কোন সন্ধান না পেয়ে তার পিতা-মাতা সহ পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। তারা ইমরানকে খোঁজে পেতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়