নিজস্ব প্রতিবেদক:
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় র্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৮০টি আশ্রয়কেন্দ্রের মধ্যে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে অবস্থিত তিন তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন সুরইঘাট উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রেরও শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাও. সামছুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
উপস্থিত ছিলেন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিশে^র মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি দুর্যোগপূর্ণ দেশ। বিভিন্ন সময়ে বন্যা, ঘুর্ণিঝড়, জলোচ্ছাস ও ভ‚মিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যু সহ জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকলেও বর্তমান সরকারের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার কারনে এখন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার একেবারে কমে এসেছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আমাদের সবাইকে আরো সচেতন হওয়ার আহŸান জানানো হয়। সেই সাথে কানাইঘাট-সুরইঘাট উচ্চ বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন তিন তলা আশ্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করায় উপজেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়