Monday, October 10

কানাইঘাটে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সর্দারমাটি মৌনগর গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহমুদ আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনীত কারণে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার(৯ অক্টোবর)  রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলী(ইন্নানিল্লাহি...রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এলাকার প্রবীণ মুরব্বী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলীর জানাজার নামাজ  সোমবার(১০ অক্টোবর)  সকাল ১১টায় স্থানীয় সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাগণ সহ সর্বস্তরের হাজারো মানুষ শরীক হন। জানাজা নামাজের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির উপস্থিতিতে, গার্ড অব অনার শেষে পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ঈদগাহ গুরুস্তানে বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে সমাহিত করা হয়। 

এদিকে দিঘীরপাড় ইউপি শাখা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পিতা এলাকার প্রবীণ মুরব্বী বীরমুক্তিযোদ্ধা মাহমুদ আলীর মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন, দিঘীরপাড় ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, দিঘীরপাড় ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়