Tuesday, August 2

দক্ষিণ কোরিয়ায় সিলেটিদের বনভোজন ও মিলনমেলা


মাহবুব আব্দুল্লাহ,দক্ষিণ কোরিয়া থেকে  :

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার গ্রীষ্মকালীন বনভোজন ও মিলনমেলা।

রবিবার (৩১ জুলাই)দক্ষিণ কোরিয়ার দেচ্চন সমুদ্র সৈকতে উক্ত বনভোজনের আয়োজন করা হয়। 

বনভোজনে অতিথিসহ দক্ষিণ কোরিয়ার দুটি শহর খাপ্পাই ও খিমপু থেকে আসা প্রবাসীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে দেচ্চন সমুদ্র সৈকত যেন সিলেটিদের মিলনমেলায় পরিণত হয়।

কর্মব্যস্ততার ফাঁকে বনভোজনে দীর্ঘদিন পর প্রবাসী সিলেটিরা একে অপরকে কাছে পেয় মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে, কেউ কেউ ঘুরে ঘুরে সমুদ্র সৈকতের দৃষ্টি নন্দন দৃশ্য উপভোগ করতে থাকেন।

নিজ এলাকার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরো দৃঢ করার প্রত্যয়ে এরকম বনভোজনের আয়োজন করেন,এমনটি জানান সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার নেতৃবৃন্দ। ভবিষ্যতে তাঁরা আরও জমজমাট বনভোজন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়