Tuesday, August 2

কানাইঘাটে বিদ্যালয়ের মাঠে ব্যাপক জলাবদ্ধতা,স্কুল যেতে পার হতে হয় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের   কানাইঘাট   উপজেলার  গাছবাড়ী  এলাকায়   এলজিইডির  সড়কের কালভার্ট বন্ধ করার ফলে নিজ দলইকান্দি ক্ষেতের বিস্তৃর্ণমাঠ  ডুবে   গিয়ে   ব্যাপক   জলাবদ্ধতা  দেখা   দিয়েছে।   

স্থানীয়রা   জানান,বিগত   ২   মাস  থেকে   পানি   নিষ্কাশনের   কালভার্ট  বন্ধ   করে   দেওয়ার   ফলে হাজারো  বিঘা   ক্ষেতের   জমি   চাষাবাদের  অনুপযোগী   হয়ে   পড়েছে।  

অপরদিকে বন্যার পানি ও বৃষ্টির পানি জমে ব্যাপক জলাদ্ধতার কারণে বিস্তৃর্ণ ক্ষেতের মাঠ তলিয়ে যাওয়ার কারনে নিজ গাছবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   আঙ্গিনা  পর্যন্ত   হাটু   পানি   ও   কোমর  পানি  বিরাজ   করায় শিক্ষার্থীদের পাঠদানে  চরম ব্যাঘাত ঘটছে।  

এছাড়া  আব্দুল  হক মহিলা দাখিল মাদ্রাসা ও এর আশপাশে অবস্থিত আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আঙ্গিনায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

বিশেষ করে নিজ গাছবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনা ও ক্লাসরুম পর্যন্ত জলাবদ্ধতার পানিতে নিমজ্জিত থাকায় কোমলমতি শিক্ষার্থীরা বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া আসা যাওয়া করছে। অনেক সময় শিশুরা সাঁকো থেকে পড়ে গিয়ে তাদের বই পর্যন্ত ভিজে যায়। অনেক কোমলমতি শিক্ষার্থী ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন বলে স্কুলের প্রধান শিক্ষক ফজলুল কবির জানান।

তারা বলেন, নিজ দলইকান্দি গ্রামের বিস্তৃর্ণ ক্ষেতের মাঠ সহ আশপাশ এলাকার   পানি   নিষ্কাশনের  একমাত্র   এলজিইডির  জনগুরুত্বপূর্ণ   পাকাসড়কের কালভার্টের মুখ বেআইনী ভাবে মাটি ভরাট করে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়ায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।   

স্থানীয়রা আরো বলেন,গত বছর এলজিইডির কালভার্টের মুখ মাটি ভরাট করে পানি নিষ্কাশন বন্ধ করে দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কালভার্টের মুখে মাটি সরিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু আড়াইমাস পূর্বে আবারো স্থানীয়  নারাইনপুর গ্রামের আম্বিয়া, রহিম উদ্দিন,হেলাল উদ্দিন গংরা এলজিইডির পাকা সড়কের কালভার্টের মুখ সহ আশপাশের জমি মাটি ভরাট করে পানি নিষ্কাশনে পথ বন্ধ করে দিলে ক্ষেতের বিশাল মাঠসহ আশপাশ এলাকা পানিতে ডুবে গিয়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেওয়ায় নাগরিক জীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। 

স্কুলের প্রধান  শিক্ষক  বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার সহ ৭নং দক্ষিণ বানীগ্রাম   ও   ঝিঙ্গাবাড়ী  ইউপির   চেয়ারম্যানকে   জানানোর  পরও   কোন প্রতিকার   পাচ্ছেন   না। 

জলাবদ্ধতার   বিষয়টি   উপজেলা   

নির্বাহী কর্মকর্তা   সুমন্ত   ব্যানার্জিকে  স্থানীয়   ভাবে   জানানোর   পর  তিনি এব্যাপারে   দ্রুত   পদক্ষেপ  নেওয়ার  জন্য   বানীগ্রাম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন ও ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্করকে নির্দেশ দেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়