Wednesday, June 29

কানাইঘাটে ফের বাড়ছে সুরমার পানি


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি ফের বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি। বুধবার সুরমা নদীর পানি বিপদ সীমার ৮৪ সেমি উপর দিয়া প্রবাহিত হচ্ছিল। এতে সুরমা ডাইকের ৮টি ভাঙন দিয়ে নতুন করে পানি প্রবেশ করায় সুরমা নদীর তীরবর্তী গ্রামগুলো ইতিমধ্যে তলিয়ে যাচ্ছে। 

গত কয়েকদিন থেকে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে বানের পানি কমে গেলেও দিঘীরপাড় ও সাতবাঁক ইউনিয়ন ছিল প্লাবিত। 

কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে ফের উপজেলার ৯টি ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে তৃতীয় দফায় বন্যার আশংকায় পড়েছেন উপজেলার বন্যা কবলিত জনসাধারণ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইতিমধ্যে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 

অনেকের সাথে কথা বলে জানা গেছে, সুরমা নদীর পানি আরো বৃদ্ধি পেতে থাকলে আবারো ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিহ্ন হয়ে পানিবন্দী হয়ে পড়বে লক্ষাধিক মানুষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়