Thursday, March 24

কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :

সব   ধরনের   অপরাধ   মূলক   কর্মকান্ড   প্রতিরোধে  থানা   পুলিশকে   তথ্য   দিয়ে সহযোগিতা   করার  আহবান  জানিয়ে   সর্বস্তরের জন   সাধারনের  উপস্থিতিতে কানাইঘাট   ঝিঙ্গাবাড়ী   ইউনিয়ন   বিট  পুলিশিং   এর   এক   সভা   আজ বৃহস্পতিবার  বিকেল   ৪টায়   স্থানীয়   বোরহান   উদ্দিন   বাজারে  অনুষ্ঠিত   হয়।

ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আবু বক্করের সভাপতিত্বে ও অত্র ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বে থাকা পুলিশ অফিসার এসআই পীযূষচন্দ্র সিংহের পরিচালনায় এতে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে সার্বিক আইনশৃংখলার উন্নয়নে   জনপ্রতিনিধি,   রাজনৈতিক   মহল   গন্যমান্য   ব্যক্তিবর্গ   সহসর্বস্তরের জনসাধারনের সহযোগিতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট  থানার  অফিসার   ইনচার্জ  তাজুল   ইসলাম   পিপিএম।   

তিনি   তার বক্তব্যে বলেন সম্প্রতি সময়ে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আইনশৃংখলা পরিস্থিতি কিছুটা   অবনতি  হওয়ায়   বিট   পুলিশিং   কার্যক্রম   জোরদার   সহ  ইউনিয়নের সর্বত্র পুলিশি টহল জোরদার করা হয়েছে। শুধুমাত্র আইনশৃংখলা বাহিনী দিয়েসব   ধরনের  অপরাধ   মূলক   কর্মকান্ড   নির্মূল   করা   সম্ভব   নয়।   

এজন্য জনপ্রতিনিধি,   বাজার   ব্যবসায়ী   কমিটির  নেতৃবৃন্দ   ও   সচেতন মহল   চুরি,ডাকাতি,  মদ,  জুয়া,   ইভটিজিং   সহ   অন্যান্য  অপরাধের   সাথে  জড়িতদের   তথ্যপুলিশকে দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 

তিনি আরো বলেন চুরি ওডাকাতির মতো অপরাধের সাথে যারা জড়িত রয়েছে এরা জুয়া ও মাদকাসক্ত তাইএসব অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করতে ইতি মধ্যে থানা পুলিশ তাদের তথ্য সংগ্রহ শুরু করেছে। আপনাদের সবাইকে এলাকার শান্তি সম্প্রতি বজায় রাখারপাশাপাশি   আইন   শৃংখলার   উন্নয়নে   ভূমিকা   পালন   করতে   হবে।   ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন   পরিষদের   চেয়ারম্যান   আবু   বক্কর   বলেন,   তার   ইউনিয়নে   অপরাধ   মূলককর্মকান্ড বন্ধে থানা পুলিশকে সকল কাজে সহযোগিতা করা হবে। তিনি আরোবলেন, চুরি, ডাকাতি, মাদক ব্যবসায়ী জুয়াড়ীদের বিরুদ্ধে তিনি সব সময়সৌচ্ছার থাকবেন। 

এসব অপরাধের সাথে জড়িতদের কোন ধরনের ছাড় দেওয়া হবেনা।   তিনি   তার   ইউনিয়নের   আইনশৃংখলার   অবনতির   সাথে   জড়িত   এবং   যারাপুলিশের   নাম   ভাঙ্গিয়ে   এলাকায়   অপরাধ   করে   থাকে   কতিপয়   দালালদের   বিরুদ্ধেব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশের প্রতি আহবান জানান। 

বিট পুলিশিং এরসভায় আরো বক্তব্য রাখেন কানাইঘাাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন,   বোরহান   উদ্দিন   বাজার   ব্যবসায়ী   সমিতির   সাধারণ   সম্পাদক   হাজীনুরুল ইসলাম, ইউপি সদস্য সাইদুর রহমান, কবির উদ্দিন, সাংবাদিক জয়নাল আজাদ, বাজার সিএনজি স্ট্যান্ডের যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার আহমদ,তাজ উদ্দিন, উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিক আহমদ, নাইম আহমদ, আব্দুলকাদির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে সন্ধ্যা ৭টায় বিট পুলিশিং এরসভা ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। এতে থানার ওসি তাজুল ইসলাম পিপিএম,   ইউনিয়নের   চেয়ারম্যান   মাস্টার   আবু  বক্কর,   সাবেক  চেয়ারম্যানআব্বাস   উদ্দিন   সহ   জনপ্রতিনিধিরা   আইন   শৃংখলার   উন্নয়নে   বিভিন্ন মতামত তোলে বক্তব্য দেন। 



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়