Thursday, March 31

ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আবুল কালামের অবসর জনিত বিদায় সংবর্ধনা


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট ডিগ্রী কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেছেন, শিক্ষকরা হলেন দেশের আলোকিত মানবসম্পদ।  শিক্ষকরা দেশ ও জাতির সমৃদ্ধি অর্জনে নিরবচ্ছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশে দক্ষ যোগ্য ও আলোকিত মানব সম্পদ তৈরি করছেন। শিক্ষকরা মোমবাতির মতো নিজে জ্বলে সমাজকে আলোকিত করেন। 

তিনি আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো: আবুল কালামের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি এ কে এম বদরুল আমিনের সভাপতিত্বে, প্রতিষ্টানের সিনিয়র শিক্ষক মো: আবু তাহের চৌধুরী ও প্রাক্তন শিক্ষার্থী ছালিম আছলামের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এম এ সালাম। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট এখলাছুর রহমান, বিশিষ্ট আইনজীবি আখলাকুল আম্বিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি এখলাছুর রহমান, গাছবাড়ী মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক শফিকুর রহমান, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন,আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সুরমা হাই স্কুলের প্রধান শিক্ষক সাজিদ মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সচিব এনামুল হক এনাম, ঝিংগাবাড়ী কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ফয়জুল ইসলাম বাবুল, সদস্য মাওলানা আব্দুল

জলিল চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম। 

অনুষ্টানে প্রতিষ্টানের সাবেক শিক্ষক পদোন্নতি প্রাপ্ত রিফুল আলম ও বিদায়ী শিক্ষক সুব্রত দাসকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্টানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন,আব্দুল মন্নাফ খান,সহকারী শিক্ষক মাওলানা জঈন উদ্দিন, সহকারী শিক্ষক খালেদা খাতুন, সুবির চন্দ্র প্রাণ, রঞ্জু মিয়া,আমিনুল ইসলাম, অফিস সহকারী শাহীন আহমদ, ঝিংগাবাড়ী ইউপি সদস্য আব্দুল কাদির, নাঈম উদ্দিন।


প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ এমাদুর রহমান, সেলিম উদ্দিন, মোনতাসির আহমদ, যুবায়ের আহমদ প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়