Thursday, March 10

কানাইঘাটে ২ শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাটে ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। 

বৃহস্পতিবার বিকেল ৩টায় মুলাগুল নয়াবাজার পশ্চিম মাঠে ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  এক আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি শমসের আলম, বিএনপি নেতা ইউপি সদস্য ফখর উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হারিছ,ইউপি যুবদলের সভাপতি ফখরুল ইসলামসহ প্রায় ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। 


ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী'র যৌথ সঞ্চালনায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ  মস্তাক আহমদ পলাশ,কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন,যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ,সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মাস্টার মামুন আহমদ। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী শমসের আলম, সাবেক জাপা নেতা এডভোকেট আব্দুর রহিম,ইউপি সদস্য ফখর উদ্দিন,লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্বাস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন জয়,ইউপি সদস্য মুজির উদ্দিন,আলতাব উদ্দিন, শামছুল ইসলাম প্রমুখ। 


জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ  মস্তাক আহমদ পলাশ জানান, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।


এসময় প্রধান অতিথি  এডভোকেট নাসির উদ্দিন খান সহ অতিথিরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়