নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
মহান বিজয় দিবসেরসূচনা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব নেতৃবৃন্দ পুষ্পস্তপক অর্পন, ক্লাব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতস্ফুর্ত ভাবে উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসন কর্তৃক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। বিকেল ২টায় প্রেসক্লাব কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ১৯৭১ সালের মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতিআব্দুন নূর, সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম।
বিজয় দিবসের আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পশ্চিম পাকিস্থান শাসক গোষ্ঠীর নানা ধরনের বৈষম্য,নিপিড়ন, নির্যাতন সহ ভোটারধিকারের রায় হরনের কারনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের জাতীয় নেতারা পাকিস্তানী শাসক গোষ্টির বিরুদ্ধে নানা আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সূচনা করেন। তার মধ্য দিয়ে ৩০ লক্ষ প্রানের বিনিময়ে ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং দেশ বরেন্য বুদ্ধিজীবি, কবি,সাহিত্যিক, সাংবাদিকদের শাহাদৎ বরনের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতাঅর্জন করি। বিশে^র দরবারে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেদেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে এ অর্জন আমাদের সবাইকে ধরে রাখতে হবে। মহান স্বাধীনতারস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশ জাতিরকল্যানে সবাইকে একসাথে কাজ করার আহŸান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষেসকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়