Sunday, December 12

আওয়ামী লীগের ধর্ম উপকমিটির সদস্য হলেন কানাইঘাটের খায়ের চৌধুরী


কানাইঘাট নিউজ ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপকমিটির সদস্য হলেন সিলেটের খায়ের চৌধুরী।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও জনপথ মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ- কমিটি ঘোষণা করা হয়।


ঘোষিত কমিটিতে স্থান করে নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- সভাপতি সিলেটের কানাইঘাটের কৃতি সন্তান খায়ের চৌধুরী।


লন্ডনে অবস্থানরত খায়ের চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সদস্য পদ দিয়ে সম্মানিত করায় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জনাব অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং উপ- দপ্তর সম্পাদক সায়েম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


কানাইঘাট জকিগঞ্জসহ সকল কৃষক-শ্রমিক-মজুর আর দারিদ্র্যর সাথে নিদারুণ সংগ্রামরত মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার দর্শন নিয়ে কাজ করে যাবো।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়