Saturday, November 20

কানাইঘাট পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন


নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার(১৯ নভেম্বর) সকাল ১১ টায় পৌরসভার রায়গড় সার্বজনীন পূজা মন্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের কানাইঘাট উপজেলা শাখার সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রতাপ চন্দ্র দাস ও মাষ্টার মিলন কান্তি দাসের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রয়ী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। 

উদ্বোধক ছিলেন, পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ,বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষন দাস,সাংগঠনিক সম্পাদক ওকিল বিশ্বাস, সদস্য মঞ্জু লাল দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী,উক্ত সংগঠনের সাবেক সভাপতি দূর্গা কুমার দাস,সলিল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুদীপ্ত চক্রবর্তী,জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল দেব। 

সম্মেলনে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম,স্বাগত বক্তব্য ও সংগঠনের রিপোর্ট পেশ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বজন লাল দাস। 

বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি শ্যামল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি সুবোধ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী,ছাত্র যুব ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি বিধান চৌধুরী, পৌর শাখার সভাপতি বিপ্লব কান্তি দাস অপু, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটিরি নেতৃবৃন্দের মধ্যে মানব রঞ্জন দাস,বিশ্বজিৎ রায়, বিজিৎ চন্দ্র, বিকাশ দাস, মুন্না চক্রবর্তী, সনজিত রায়, বিজিৎ চৌধুরী, অপু দাস দিপু। সুধিজনদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার মানিক লাল দাস,নিখিল চক্রবর্তী, মাষ্টার সতিশ চন্দ্র দাস, জগদীশ চৌধুরী, মতি লাল দাস, বাবুৃল চন্দ্র দাস, তাপশ চন্দ, নৃপেন্দ্র দাস, নিপুঞ্জ বিহারী দাস বাদল,হরিপদ শর্মা, গোপাল ময় দাস প্রমুখ। 

সম্মেলনে বক্তারা বিগত শারদীয় দুর্গা পূজা চলাকালীন সময় দেশেরে বিভিন্ন পূজা মন্ডপে হামলা ভাঙ্গচুর, মালামাল লুটপাট সহ সনাতন ধর্মের অনুসারীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব ন্যাক্কার জনক ঘটনার সাথে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘৃনিত কর্মকান্ড করার কেউ সাহস না পায়। সেই সাথে সনাতন ধর্মের দীর্ঘদিনের দাবী সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সম্মেলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জেলা নেতৃবৃন্দ জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়