কানাইঘাট নিউজ ডেস্ক :
বড়চতুল ইউনিয়ন প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাকালীন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সদ্য প্রয়াত মরহুম হাঃ রফিক আহমদ এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত ১৯শে নভেম্বর শুক্রবার অনলাইনে এ শোকসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। বড়চতুল ইউনিয়নের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং প্রবাস ভিত্তিক বড়চতুল ইউনিয়নের প্রথম ও সর্ববৃহৎ সংগঠন এটি।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চতুল ঈদগাহ মাদ্রাসার মোহাতামিম মাওঃ আব্দুল হক (বড়চতুলী), অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ৫নং বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলী, কানাইঘাট দারুল উলুল মাদ্রাসার সুনামধন্য শিক্ষক ক্বারি মাওঃ হারুনুর রশিদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বড়চতুল ইউনিয়ন প্রবাসী
ফোরামের উপদেষ্টা আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম।
পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা বদরুল ইসলাম ও হাফিজ তাজুল ইসলামের যৌথ সভাপতিত্বে সভা পরিচালনা করেন ফোরামের পরিচালনা পর্ষদের সদস্য মোহসিনুল আম্বিয়া ও মহি উদ্দিন কিবরিয়া। মুফতি আহসান উল্লাহের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় মাওলানা বড়চতুলী মানুষের জীবন এবং কর্মবিষয়ক গুরুত্বপুর্ন আলোচনা করেন। মাওলানা আবুল হোসেন চতুলী প্রবাসী ফোরামের বিগত দিনের সকল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন ও মরহুম হাফিজ রফিকের আত্মার মাগফেরাত কামনা করে সংগঠনের সবাইকে নিজ ইউনিয়নের জন্য প্রবাস থেকে এভাবে আরো কাজ করার জন্য উৎসাহ প্রদানমুলক আলোচনা করেন।সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য লন্ডন প্রবাসী ফাহাদ আহমেদ সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সামাজিক ও চ্যারিটিমুলক সংগঠনের গুরুত্ব এবং বড়চতুল ইউনিয়ন প্রবাসী ফোরামের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে অতিথি হিসেবে ক্বারী হারুন রশিদ।সভায় মরহুম হাফিজ রফিক এর জীবন ও কর্ম এবং উনার প্রবাসী ফোরামের সাথে নিবিড় সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্টাকলীন সদস্য ও পরিচালনা পর্ষদের সদস্য গ্রীস প্রবাসী আব্দুল্লাহ বাহার, প্রতিষ্টাকালীন অন্যতম সদস্য ও সমন্নয়ক সৌদি প্রবাসী জামিল আহমেদ, মাওঃ শাহিন রশিদ, ফ্রান্স প্রবাসী মিফতাহ শিকদার, গ্রীস প্রবাসী মাওঃ সায়াদ উদ্দিন, সৌদিআরব প্রবাসী রুহুল আমিন, নিজাম উদ্দিন, বাবুল আহমদ, শামিম আহমদ, নজমুল ইসলাম,
ফ্রান্স প্রবাসী, আব্দুল্লাহ মামুন,ওমান প্রবাসী পারভেজ আহমদ প্রমুখ।
এছাড়া বাংলাদেশ থেকে আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ (মেম্বার)
মাওঃ ইমদাদুল্লাহ, মাওঃ আবুল, খায়ের, মাওলানা আব্দুল হক। বড়চতুলীর দরদভরা দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন সভার সভাপতি মাওলানা বদরুল ইসলাম ও হাফেজ তাজুল ইসলাম।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়