Monday, November 1

সিলেট-৫ আসনের সাবেক এমপি সেলিম উদ্দিনের সম্মানে মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক:

 জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টির চেয়ারম্যানের আর্ন্তজাতিক উপদেষ্টা সিলেট-৫ (কানাইঘাট জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত তার নিজ নামে প্রতিষ্ঠিত এমপি সেলিম উদ্দিন একাডেমীর দলিল হস্তান্তর করার জন্য গতকাল সোমবার বিকাল ২টায় উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসে আসেন সাবেক সংসদ সেলিম উদ্দিন। এ সময় উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মী সহ জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন স্থরের মানুষ তাকে স্বাগত জানান। পরে উপজেলা পরিষদ হল রুমে তার সম্মানে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় কালে সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় নেতা আলহাজ¦ সেলিম উদ্দিন বলেন করোনা কালীণ দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে ছিলেন। কিন্তু সব সময় কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের খোজ খবর নিয়েছেন। আজ কানাইঘাট আসার পর দলমত নির্বিশেষে সবাই তাকে যে ভাবে সম্মান দিয়েছেন এর মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের প্রতি তার ভালবাসার বন্ধন আরো সুদৃঢ় হল। তিনি আরো বলেন ৫ বছর কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের খেদমত করার চেষ্টা করেছি সব সময় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন মূলক কাজ করেছি। সবাই আমাকে সহযোগীতা করেছেন যা আমি কখনো ভূলব না। সব সময় আপনাদের পাশে থাকতে চাই মহান আল্লাহ আমাকে যেন সেই সুযোগটি করে দেন। মতবিনিময় কালে বক্তব্য রাখেন জেলা জাপা নেতা আব্দুশ শহিদ লস্কর বশির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা জাপার আহবায়ক আলা উদ্দিন মামুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিন বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, ৩নং দির্ঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক বাবুুল আহমদ, বর্তমান সদস্য সচিব কামরুজ্জামান কাজল। এ সময় জনপ্রতিনিধি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা বলেন সেলিম উদ্দিন যখন এমপি ছিলেন গোটা কানাইঘাটে অসখ্য উন্নয়ন মূলক কর্মকান্ড সাধিত হয়েছে। তার আমলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নিত সহ হাসপাতালে কোটি কোটি টাকার ভবন নির্মিত হয়েছে। কানাইঘাট দরবস্ত সড়কের সংস্কার হয়েছে। উপজেলা প্রশাসনের নতুন ভবন নির্মিত হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্টানের নতুন একাডেমিক ভবন ও সীমানা প্রাচীর হয়েছে। ব্রীজ, কালভার্ট, গ্রামীণ অঞ্চলে অসংখ্য পাকা সড়ক হয়েছে। সব ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড ব্যাপক হওয়ার পাশাপাশি সব সময় জন সাধারনের পাশে থাকার কারনে এখনো সিলেট-৫ আসনের সর্বস্থরের মানুষ সাবেক সংসদ সেলিম উদ্দিনকে স্মরণ রেখেছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়