Saturday, October 2

কারাগারে বসে ঢাবির ভর্তি পরীক্ষা

 


কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২ পর্যন্ত কারা অভ্যন্তরেই ভর্তি পরীক্ষা দেন তিনি।

পরীক্ষা নিতে সকাল ১১টার আগেই বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ও একজন কর্মচারী কারাগারে পৌঁছান। পরীক্ষা পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষক হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বাকি বিল্লাহ এবং সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক। এছাড়া প্রক্টর অফিসের কর্মকর্তা কোমের আলীও সেখানে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা এক শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তার ভর্তি পরীক্ষা নিয়েছি। কারা কর্তৃপক্ষ থেকে একটা নির্দেশনা এসেছে যেন আমরা শিক্ষার্থীটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেই। প্রক্টরিয়াল টিম, কারা কর্তৃপক্ষ ও কলা অনুষদের সঙ্গে সমন্বয় করে ওই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়